![]() রাজনগর ও কুলাউড়ার দুই ওসি প্রত্যাহার
মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী:
|
![]() শনিবার (১৭ মে) পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে পুলিশ সদর দফতরে কুলাউড়া ও রাজনগর থানার ওসিদের অন্যত্র বদলির অনুমতির জন্য একটি পত্র পাঠানো হয়। ওই পত্রের ভিত্তিতে তাদের প্রত্যাহার করে বদলির অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি সিলেট রেঞ্জের ডিআইজি, মৌলভীবাজারের পুলিশ সুপার এবং আইজিপির স্টাফ অফিসারকে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফসারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে তিনি এখনও কুলাউড়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। |