![]() বাংলাদেশের প্রথম চা প্রদর্শনী ২০২৫’ আজ সিলেটে
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
|
![]() বাংলাদেশে প্রথমবারের মতো এ চা প্রদর্শনীর এ আয়োজন। যেখানে বাংলাদেশের সকল চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের অংশগ্রহণের তৈরি পাশপাশি বৈশ্বিক চা বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ ও চায়নার মধ্যে চা বাণিজ্য সম্প্রসারণে চলমান কৌশল, সমস্যা ও সম্ভাবনা নিয়ে জানার সুযোগ হবে। এছাড়া মাধ্যমে এই এলাকার চা ব্যাবসায়ীদের সাথে চীনের চা ব্যাবসায়ীদের একটি যোগসূত্র স্থাপিত হবে। এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, বরং এটি একটি বৃহৎ সম্ভাবনার মঞ্চ, যেখানে দেশি চা শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে। প্রদর্শনীতে আয়োজক হিসেবে রয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধীনস্থ চাইনিজ কর্নার, ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টি টেকনোলজি বিভাগ এবং ঢাকাস্থ চীনা দূতাবাস। উক্ত চা প্রদর্শনীর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মো. সাহাবুল হক, সমন্বয়ক, চাইনিজ কর্নার, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাবিপ্রবি । বৈশ্বিক চা বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ ও চায়নার মধ্যে টি বাণিজ্য সম্প্রসারণে চলমান কৌশল, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা রাখবেন শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, এসএ টিভির বিজনেস ডেস্ক সম্পাদক জনাব সালাউদ্দিন বাবলু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। দিনব্যাপী অনুষ্ঠানসূচিতে থাকছে অতিথিদের উপস্থিতি ও রেজিস্ট্রেশন, বুথ উন্মোচন, অনুষ্ঠান পরিচিতি উপস্থাপন ও স্বাগত বক্তব্য, চাইনিজ কর্নারের বিগত সময়ের নানা পদক্ষেপ ও কার্যক্রমের উপরে একটি প্রামাণ্য তথ্যচিত্র উপস্থাপন, অতিথিবৃন্দ ও আলোচক বৃন্দের বক্তব্য, সভাপতির বক্তব্য ও ভোট অব থ্যাংকস পর্ব। এছাড়া ৭ সদস্যের চীনা প্রতিনিধি ও সিলেটের চা বাগান কমিউনিটির নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতি অনুষ্ঠান, চীনা ভাষার ক্যালিওগ্রাফি প্রদর্শনী, চীনের নিজস্ব প্রক্রিয়ায় চা তৈরির ব্যবস্থা ইত্যাদি। প্রদর্শনীতে সর্বমোট ২১টি বুথ থাকছে, যা সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্য এসএস ব্লাক টি (২), দ্য কনসলিডেটেড টি (ফিনলে), তালুকদার টি, ফিয়াজি টি, গার্ডেন ফ্রেশ টি, মাগলা টি, এম আহমেদ টি (২), ইকো ডাই, মালনীছড়া, লুস্সো বেল্লা, পদ্মা টি, ম্যাকসন ব্রাদারস, ন্যাশনাল টি সাঙ্গো, মুনা ট্রেডার্সসহ দেশীয় ১৭টি চা বাগান ও আমদানী-রপ্তানিকারক প্রতিষ্ঠান, ৩ টি চীনা প্রতিষ্ঠান ও ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টি টেকনোলজি বিভাগের ১টি স্টল থাকছে এ প্রদর্শনীতে। |