আজ বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ মে ২০২৫ খ্রিস্টাব্দ
 / স্বাস্থ্য / চিকিৎসায় নতুন দিগন্ত, চালু হচ্ছে প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র
চিকিৎসায় নতুন দিগন্ত, চালু হচ্ছে প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 20 May, 2025 at 8:57 PM
চিকিৎসায় নতুন দিগন্ত, চালু হচ্ছে প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্ররাত পোহালেই বাংলাদেশের চিকিৎসা খাতে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগের সূচনা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থাপিত দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার— যা শুধু একটি হাসপাতালের ইউনিট নয়, বরং প্রযুক্তি ও মানবসেবার এক যুগল প্রতিচ্ছবি। বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত, শহীদ ও জীবিত যোদ্ধাদের জন্য এটি যেন পুনরায় হাঁটতে শেখার নতুন আশা।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণ করাদের বিনামূল্যে চিকিৎসা-পুনর্বাসন নিশ্চিতই অন্যতম লক্ষ্য হবে এই রোবোটিক রিহ্যাব সেন্টারের, যেখানে প্রতিদিন প্রায় ৩০০ জন রোগীকে উচ্চমানের পুনর্বাসন চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, শুধু জুলাই যোদ্ধাদের চিকিৎসা-পুনর্বাসনই নয়, অন্যান্য সাধারণ রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে যাচ্ছে এই যুগান্তকারী উদ্যোগ।
আগামীকাল বুধবার (২০ মে) সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করবেন। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ আরও অনেকেই উপস্থিত থাকার কথা রয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, দেশের প্রথম রোবোটিক রিহ্যাব সেন্টারটিতে থাকছে ৬২টি উন্নত রোবোটিক থেরাপি ইউনিট, যার মধ্যে ২২টি চালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত এই ইউনিট প্রতিদিন প্রায় ৩০০ জন রোগীকে উচ্চমানের পুনর্বাসন চিকিৎসা দিতে পারবে। শুধু প্রযুক্তির প্রয়োগ নয়, এটি হবে একটি মূল্যবোধভিত্তিক স্বাস্থ্যসেবা, যেখানে প্রযুক্তি শ্রদ্ধা জানাবে সাহসী প্রাণদের আত্মত্যাগকে।

উৎফুল্ল জুলাই যোদ্ধারা, নতুন করে হাঁটার স্বপ্ন

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করা তরুণদের একজন জরিফুল ইসলাম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন গুলিবিদ্ধ এই শিক্ষার্থী জানান, মিছিলের সামনের সারিতে থাকায় আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন। এরপর কোমর থেকে নিচে অবশ হয়ে যায় শরীর। বিছানা আর হুইলচেয়ারের সঙ্গে শুরু হয় নতুন জীবন। কিন্তু এখন তার চোখেমুখে নতুন আশার আলো। কারণ, তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের লক্ষ্যে দেশের প্রথম রোবোটিক পুনর্বাসন সেন্টার চালু হওয়ার খবর ইতোমধ্যে জেনেছেন তিনি।
খুশিতে উৎফুল্ল এই শিক্ষার্থী বলেন, একরকম ধরেই নিয়েছিলাম, আর কখনও হয়ত হাঁটতে পারব না। কপালের দুর্ভাগ্য বলেই মেনে নিয়েছিলাম। কিন্তু যখন শুনেছি দেশেই রোবোটিক থেরাপি সেন্টার চালু হচ্ছে, এমনকি এর মাধ্যমে আবারও হাঁটার সুযোগ তৈরি হচ্ছে। আমি শুনে খুবই অবাক এবং আনন্দিত হয়েছি। আমিসহ সব জুলাই আহতরাই চীন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞ।
জরিফুল বলেন, আমি জানি বিষয়টা হয়ত এতো সহজ হবে না। কিন্তু এখনো আশা আছে আবার পায়ে ভর দিয়ে দাঁড়ানোর, মাটির ওপর নিজের পায়ে হাঁটার।
আহত আরেক তরুণ সাদিকুর রহমান, যিনি বুকে রবার বুলেটের আঘাতে মেরুদণ্ডে মারাত্মক জখম পেয়ে আহত হন। তিনি জানান, দুই মাস আমি কিছুই বুঝে উঠতে পারিনি। শরীর নড়ছিল না। ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম। কিন্তু এখন যদি এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে আবার নিজের পায়ে দাঁড়াতে পারি, তাহলে বুঝব, সেই দিনের লড়াই সার্থক হয়েছে।
সাদিক জানান, দেশে রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হচ্ছে শোনার পর থেকে ভিডিওতে ইউরোপ-চীন-জাপানে রোবোটিক রিহ্যাবের ভিডিও দেখে স্বপ্ন দেখা শুরু করেছেন।
তিনি বলেন, আহতদের অনেকেই যখন বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে, তখন মনে মনে ভাবতাম বিদেশ তো আর যাওয়া হবে না, দেশেও আর উন্নত চিকিৎসা সম্ভব না। এভাবেই বাকিটা সময় পার করতে হবে। কিন্তু এখন মনে হচ্ছে, জীবন নতুন করে শুরু হতে পারে।
এই জরিফুল-সাদিকদের মতো জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও অনেকেই রোবোটিক রিহ্যাব সেন্টারের খবরে আশায় বুক বাঁধছেন। যন্ত্রনির্ভর এই আধুনিক চিকিৎসা পদ্ধতি তাদের শুধু শরীর নয়, মনকেও নতুন করে বাঁচার সুযোগ দিচ্ছে। সুস্থতা এখন আর শুধু ওষুধ কিংবা হুইলচেয়ারে সীমাবদ্ধ নয়— এটা হয়ে উঠছে প্রযুক্তিনির্ভর প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি।

আধুনিক প্রযুক্তির সম্মিলন : কী থাকছে এই সেন্টারে?

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারটি মোট ৬২টি রোবোটিক ইউনিট দ্বারা সজ্জিত, যার মধ্যে ২২টি সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত। প্রতিটি যন্ত্র নির্দিষ্ট শারীরিক পুনর্বাসন চাহিদার ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এর আওতায় থাকবে রোবোটিক গেইট ট্রেইনিং সিস্টেম, এক্সোস্কেলিটন থেরাপি, রোবোটিক আর্ম রিহ্যাবিলিটেশন ডিভাইস, এআই-বেইজড নিউরোফিডব্যাক সিস্টেম এবং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) থেরাপি সিস্টেমসহ আরও অসংখ্য রোবোটিক যন্ত্রপাতি।
রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে দায়িত্ব পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে অন্যতম আকর্ষণ হচ্ছে রোবোটিক আর্ম এক্সোস্কেলেটন, যা ব্যবহৃত হবে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের হাঁটার ক্ষমতা ফিরিয়ে দিতে। রোগীর শরীরের বাইরের অংশে লাগানো হয় এই যন্ত্রটি, যা পায়ের চলাচলকে স্বাভাবিক করার চেষ্টা করে। এছাড়াও আহতদের চিকিৎসায় মাল্টি-অ্যাংগেল মুভমেন্ট ট্রেইনার ব্যবহার করা হবে স্ট্রোক বা নার্ভ ইনজুরিতে আক্রান্তদের জন্য। এটি রোগীর হাত বা পা নড়াচড়ায় সহায়তা করে এবং থেরাপির মাধ্যমে নার্ভ সিস্টেমের পুনরুজ্জীবন ঘটায়।
তিনি বলেন, সেন্টারটিতে থাকছে ইন্টেলিজেন্ট ব্যালান্স সিমুলেটর নামের একটি যন্ত্র, যাদের মেরুদণ্ড বা ব্রেইন ইনজুরির ফলে শরীরের ভারসাম্য রক্ষা করতে সমস্যা হয়, এটি তাদের সাহায্য করবে। এই যন্ত্রটি ভার্চুয়াল রিয়েলিটি ভিত্তিক, যেখানে রোগীরা ভার্চুয়াল ট্র্যাক অনুসরণ করে চলাফেরা শিখতে পারেন। এ ছাড়া, ফিঙ্গার মোবিলাইজার ও পাম-গ্লাভ থেরাপি ইউনিট ব্যবহার করে হাতের প্যারালাইসিস বা গিলিয়েন-ব্যারে সিনড্রোমে আক্রান্তদের হাতের শক্তি পুনরুদ্ধারে সহায়তা করা হয়।

কী ধরনের চিকিৎসাসেবা মিলবে?

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারটি বিশেষভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় আহত সাহসী ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার জন্য করা হয়েছে। এছাড়াও এই সেন্টারটি নানা ধরনের জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে যেসব রোগীর ফিজিক্যাল বা নিউরোলজিক্যাল ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসন প্রক্রিয়া হবে অনেক গতিশীল ও কার্যকর।
তিনি বলেন, এই সেন্টারে স্ট্রোকের কারণে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য থাকবে পূর্ণাঙ্গ রোবোটিক থেরাপি প্রোগ্রাম, যার মধ্যে রয়েছে মোটর স্কিল উন্নয়ন, ভারসাম্য বজায় রাখা এবং হাঁটা শেখানো। মেরুদণ্ডের ইনজুরির ফলে যারা প্যারালাইসিসের শিকার হয়েছেন, তারা পাবেন বিশেষভাবে কাস্টমাইজড রোবোটিক সাপোর্ট। দুর্ঘটনায় আহত পঙ্গু ব্যক্তি বা নার্ভ ইনজুরিতে যারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না, তাদের জন্য থাকবে দীর্ঘমেয়াদি ফিজিক্যাল থেরাপির আয়োজন।
ডা. শাহিনুল আলম বলেন, সেরিব্রাল পালসি, গিলিয়েন-ব্যারে সিনড্রোম, ফ্রোজেন শোল্ডার, দীর্ঘমেয়াদি ব্যথা, অথবা শরীরের অস্বাভাবিক শক্ত হয়ে যাওয়া সমস্যার জন্য এই সেন্টারে থাকবে আলাদা সেশন এবং নিরীক্ষিত থেরাপি সিস্টেম। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সেন্টার প্রতিদিন গড়ে ৩০০ জন রোগীকে সেবা দিতে পারবে। পর্যাপ্ত যন্ত্রপাতি ও প্রশিক্ষণপ্রাপ্ত জনবল থাকায় এটি দেশের বৃহৎ ফিজিওথেরাপি এবং পুনর্বাসন কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।

চীনে প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও নার্সরা

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোবোটিক থেরাপি কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে চীনে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন ১৫ জন চিকিৎসক, ১০ জন ফিজিওথেরাপিস্ট এবং ১০ জন নার্স। তাদের তত্ত্বাবধানেই এই থেরাপি সেবা প্রাথমিক পর্যায়ে চালু হয়েছে।
বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন দুজন চীনা রোবোটিক বিশেষজ্ঞ, যারা স্থানীয় চিকিৎসা কর্মীদের আরও অন্তত ১০ দিন প্রশিক্ষণ দেবেন। সংশ্লিষ্টদের মতে, এতে শুধু রোবোটিক থেরাপির সেবার মানই উন্নত হবে না, বরং দেশের স্বাস্থ্য ব্যবস্থায় টেকনিক্যাল দক্ষতা ও আত্মনির্ভরতা বাড়বে।
চীনের সরকার এ প্রকল্পে কেবল উন্নত যন্ত্রপাতি সরবরাহই করেনি, বরং দক্ষ জনবল গঠনে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে এই উদ্যোগকে টেকসই ও কার্যকর করে তুলেছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, চীনের সরকার কেবল উন্নত যন্ত্রপাতি সরবরাহ করেই থেমে থাকেনি, বরং আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে একটি দক্ষ জনবল গড়ে তুলতে সহায়তা করেছে। এর ফলে সেবার মান যেমন বেড়েছে, তেমনি আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় টেকনিক্যাল সক্ষমতাও দীর্ঘমেয়াদে বাড়বে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই সমন্বিত সহযোগিতা প্রকল্পটিকে টেকসই, কার্যকর এবং ভবিষ্যত-নির্ভর এক নতুন চিকিৎসা ধারায় পরিণত করতে সহায়ক ভূমিকা রাখবে।

স্বাস্থ্য ব্যবস্থায় সম্ভাবনার নতুন দিগন্ত

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কেবল একটি উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্রই নয়, বরং চিকিৎসাবিজ্ঞানে প্রযুক্তির অন্তর্ভুক্তির এক যুগান্তকারী উদাহরণ। এখনো যেখানে দেশে ফিজিওথেরাপি ও নিউরো-রিহ্যাবিলিটেশন খাত তুলনামূলকভাবে অনুন্নত, সেখানে এই অত্যাধুনিক কেন্দ্র পুরো চিকিৎসা কাঠামোতে গতি আনবে এবং নতুন পথ দেখাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সেন্টারকে কেন্দ্র করে ভবিষ্যতে দেশেই নিউরো-রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম গড়ে তোলা সম্ভব হবে। এতে করে বাংলাদেশ স্বাস্থ্য প্রযুক্তির দিক থেকে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে, যা দীর্ঘমেয়াদে জাতীয় স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
আন্দোলনে আহতদের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ টিমের সদস্য, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু বলেন, এই রোবোটিক থেরাপি প্রযুক্তি দেশে রোগ নির্ণয় ও পুনর্বাসন চিকিৎসাকে আরও নির্ভরযোগ্য, আধুনিক এবং বৈজ্ঞানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে। বিশেষ করে যারা দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান কিংবা স্ট্রোকের পর চলাফেরার সক্ষমতা হারান, তাদের দ্রুত সুস্থ হয়ে কর্মজীবনে ফিরে আসার পথ তৈরি হবে।
তিনি আরও বলেন, এই প্রযুক্তির মাধ্যমে শুধু শারীরিক নয়, মানসিক পুনর্বাসনও দ্রুততর হবে। পাশাপাশি যেসব রোগীকে এতদিন উন্নত থেরাপির জন্য বিদেশে পাঠাতে হতো, সেই চাপ কমবে। এতে দেশের অর্থনৈতিক সাশ্রয় যেমন হবে, তেমনি সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগও বাড়বে।

পুরোদমে ‘সুপার হাসপাতাল’ চালু করতে সরকারের সহযোগিতা কামনা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল বর্তমানে আংশিকভাবে চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম জানিয়েছেন, হাসপাতালটিকে পুরোপুরি কার্যকর করতে সরকারের সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, আমরা এই হাসপাতালটিকে দেশের প্রথম পূর্ণাঙ্গ সুপার স্পেশালাইজড চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু এর পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে অর্থায়ন ও জনবল নিয়োগে সরকারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার শুধু চিকিৎসা নয়, বরং এভিডেন্স বেইজড মেডিসিন এবং গুড মেডিকেল প্র্যাক্টিসের এক কার্যকর উদাহরণ। এখানে আমরা সেবার পাশাপাশি চিকিৎসা গবেষণার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্মও গড়ে তুলছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, সুপার স্পেশালাইজড হাসপাতালটি সম্পূর্ণরূপে চালু হলে তা শুধু দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক পর্যায়েও চিকিৎসা, গবেষণা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি রোল মডেল হয়ে উঠতে পারে।
উপাচার্য আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বেতার ভবনে সীমিত পরিসরে চালু রয়েছে। তবে একটি আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক ল্যাব এবং রিসার্চ সেন্টার স্থাপনের লক্ষ্যে পূর্বাচলে ২০০ বিঘা জমির জন্য আবেদন প্রক্রিয়াধীন আছে। এটি অনুমোদন পেলে দেশের স্বাস্থ্যখাতে একটি স্থায়ী ও আধুনিক গবেষণাভিত্তিক অবকাঠামো গড়ে তোলা সম্ভব হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কারামুক্ত হয়েই যা জানালেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
কারামুক্ত হয়েই যা জানালেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) দুপুর ...
ধেয়ে আসছে পাহাড়ি ঢল, ডুবতে পারে ৪ জেলা
ধেয়ে আসছে পাহাড়ি ঢল, ডুবতে পারে ৪ জেলা
ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের পানি উজান থেকে নেমে আসছে। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ...
ভারত-পাকিস্তান যুদ্ধে কে বিজয়ী হয়েছে?
ভারত-পাকিস্তান যুদ্ধে কে বিজয়ী হয়েছে?
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি চার দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। উভয় দেশই নিজেদের ‘জয়ী’ দাবি করলেও ...
দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ...
‘ক্ষমতার মসনদ থেকে কীভাবে টেনে নামাতে হয় ছাত্রদল জানে’: উপাচার্যকে হুঁশিয়ারি ছাত্রদলের
‘ক্ষমতার মসনদ থেকে কীভাবে টেনে নামাতে হয় ছাত্রদল জানে’: উপাচার্যকে হুঁশিয়ারি ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত প্রকৃত খুনিদের অতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে শাহবাগ ...
চিকিৎসায় নতুন দিগন্ত, চালু হচ্ছে প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র
চিকিৎসায় নতুন দিগন্ত, চালু হচ্ছে প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র
রাত পোহালেই বাংলাদেশের চিকিৎসা খাতে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগের সূচনা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ...
ভারতে পণ্য রপ্তানিতে অতিরিক্ত কত পথ পাড়ি দিতে হবে?
ভারতে পণ্য রপ্তানিতে অতিরিক্ত কত পথ পাড়ি দিতে হবে?
স্থলবন্দর দিয়ে কয়েকটি প্রক্রিয়াজাত কৃষিপণ্য, ড্রিংস ও তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এতদিন বাংলাদেশের রপ্তানিকারকরা কম সময়ে খুব সহজে ...
পশ্চিমবঙ্গে ভাঙলো আত্রাই নদীর বাঁধ, প্রভাব পড়বে বাংলাদেশে
পশ্চিমবঙ্গে ভাঙলো আত্রাই নদীর বাঁধ, প্রভাব পড়বে বাংলাদেশে
পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রাই নদীতে মাত্র চার মাস আগে নির্মিত হয়েছিল স্বল্প উচ্চতার বাঁধ। মঙ্গলবার (২০ মে) পানির তোড়ে ভেঙে ৩০ ...
পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি
পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি
চাকরি ছেড়েছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি)।মঙ্গলবার (২০ মে) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ...
১০
রাজনগর ও কুলাউড়ার দুই ওসি প্রত্যাহার
রাজনগর ও কুলাউড়ার দুই ওসি প্রত্যাহার
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফসার এবং রাজনগর থানার ওসি মো. মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা ...
 
‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন
‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদেও প্রথম বিদেশ সফর করলেন সৌদি আরবে। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)-এর প্রতি ...
তীব্র গরমে হিট স্ট্রোক কেন হয়? ঝুঁকিমুক্ত থাকতে করণীয়
তীব্র গরমে হিট স্ট্রোক কেন হয়? ঝুঁকিমুক্ত থাকতে করণীয়
তীব্র গরমের সময় সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকি থাকে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার। হিট স্ট্রোকের মূল কারণ পানিশূন্যতা বা ডিহাইড্রেশন। বয়স্ক, ...
ঘুমের মধ্যে কথা বলেন? কেন এমন হয় জানুন
ঘুমের মধ্যে কথা বলেন? কেন এমন হয় জানুন
ঘুমিয়ে আছেন। হঠাৎ পাশে শোয়া ব্যক্তি ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলে উঠল। কিংবা ঘুম থেকে ওঠার পর কেউ জানাল ...
চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে উদ্বোধন হয়েছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার। শনিবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ফিতা ...
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৩ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ মে) গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে ...
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টা-গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টা-গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের পর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থী বর্তমানে ...
সড়ক দুর্ঘটনায় নিহত রামুর দক্ষিণ মিঠাছড়ির বাসিন্দা সাইফুল ও আজাদের সৌদি আরবে দাফন সম্পন্ন
সড়ক দুর্ঘটনায় নিহত রামুর দক্ষিণ মিঠাছড়ির বাসিন্দা সাইফুল ও আজাদের সৌদি আরবে দাফন সম্পন্ন
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বাসিন্দা  সাইফুল এবং আজাদের দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার ১৬ মে ...
ভুয়া সাংবাদিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা
ভুয়া সাংবাদিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা
সাংবাদিকতা একসময় ছিল সমাজ বদলের একটি মহৎ হাতিয়ার। কলম ছিল প্রতিবাদের সবচেয়ে কার্যকর অস্ত্র। সত্যের পক্ষে দাঁড়ানো মানেই ছিল সাংবাদিকতা—ভয়ডরহীন, ...
রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন পরিচালিত রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার, ১৬ মে ৫টি পদে গোপন ...
১০
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক
কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই  কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে রামু  ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com