![]() কারামুক্ত হয়েই যা জানালেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
নতুন বার্তা, ঢাকা:
|
![]() এ ব্যাপারে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কারাগার থেকে মুক্ত করা হয় তাকে। এদিকে কারাগার থেকে বের হওয়ার পরই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিন বিকেল চারটা ২৩ মিনিটে তার পেজ থেকে অ্যাডমিন পোস্টে লেখা হয়, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’ এ নায়িকার স্ট্যাটাসটি নজর কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটি বিভিন্ন রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন তারা। অনেকেই আবার প্রিয় তারকাকে শুভ কামনা জানিয়েছেন। কেউ কেউ আবার সাহস ও মনোবল দৃঢ় করার কথাও বলছেন মন্তব্যের ঘরে। প্রসঙ্গত, বিদেশ পাড়ি দেয়ার সময় রোববার (১৮ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার দেখানো হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। সোমবার (১৯ মে) অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে ২০২৩ সালে প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিনেমাটিতে অভিনয়ের জন্য সমালোচনার মুখে পড়েন তিনি। রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ২০১৩ সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকেও অভিনয় করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমায়ই দুর্দান্ত সাড়া ফেলেন। এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ গত ঈদে তার অভিনীত ‘জিন-৩’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। |