![]() চাঁপাইনবাবগঞ্জে বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
![]() আটক যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার আঙ্গুরের ছেলে সাদ্দাম হোসেন (৩৬)। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার (১৮ মে) সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড ম্যাথর পাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দামকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদ্দাম মাদক চোরাকারবারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক। |