![]() ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সংগ্রাম পরিষদ
নতুন বার্তা, সিলেট:
|
![]() সোমবার (১৯ মে) বিকাল ৪টায় সিলেট নগরীর কালিবাড়ী পয়েন্টে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল এর সভাপতিত্বে ও মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবু জাফর, সংগ্রাম পরিষদের জেলা শাখার সহ-সভাপতি মিন্টু যাদব, মহানগর সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেলা শাখার সহ সাধারণ ফখরুল ইসলাম, মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, হানিফ আহমদ প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা ব্যাটারিচালিত যানবাহন আটক, হয়রানি ও উচ্ছেদ বন্ধ করে অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের জন্য "থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪"চুড়ান্ত করে বিআরটিএ এর তত্ত্বাবধানে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ এবং রুট পারমিট প্রদান করার আহ্বান জানান। বক্তারা ঈদের আগে সিলেট নগরীতে অহেতুক ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক হয়রানি না করার জন্য ট্রাফিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বক্তারা চট্রগ্রামে ব্যাটারিচালিত যানবাহনের উচ্ছেদ বিরোধী আন্দোলনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত চট্টগ্রাম জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল কাদেরী জয়, সংগ্রাম পরিষদ নেতা রোকন ও ছাত্র নেতা মিরাজ উদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন। |