![]() রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক
খালেদ হোসেন টাপু,রামু:
|
![]() আটককৃতরা হলেন ফতেখাঁরকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীকুল এলাকার মৃত নুর নবীর ছেলে মো. কামাল (৩১) এবং একই ইউনিয়নের মধ্যম মেরংলোয়া এলাকার নুরুল ইসলামের ছেলে নুরুল হুদা (৩২)। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. তায়রীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এই দুই কারবারিকে আটক করা হয়। এর মধ্যে ধৃত কামালের শপিং ব্যাগে টিস্যু ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫ হাজার পিস এবং নুরুল হুদার প্যান্টের ডান পকেট থেকে আরও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান। |