![]() চট্টগ্রামের লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ রামু ও উখিয়ার ৩ যুবক আটক
খালেদ হোসেন টাপু,রামু:
|
![]() বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টায় লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের লিয়াকত অটোগ্যাস এন্ড ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে বাইক তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন, রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার মৃত নুরুল হকের পুত্র মো: রাশেদ (৩০), রাজারকুল সিকদার পাড়া এলাকার মো: ইয়াছিন আরাফাত (৩০) এবং উখিয়া উপজেলার রুহুল আমিন (২৮)। বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে নিয়মিত ডিউটিরত অবস্থায় দুইটি বাইককে থামানো হয়। এসময় দুইটি বাইক থেকে বিশেষ কায়দায় লুকানো এয়ার ফিল্টারের ভিতর থেকে ৭ হাজার ইয়াবাসহ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। |