![]() ২০১৬ সালের অভ্যুত্থানের চেষ্টা: তুরস্কে ৬৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
নতুন বার্তা, ঢাকা:
|
![]() দেশটির প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে চারজন কর্নেল রয়েছেন। তারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বাহিনীর সদস্য। ২০১৬ সালের জুলাই মাসে বিদ্রোহী সামরিক ইউনিট আঙ্কারা ও ইস্তাম্বুলে সড়কে নেমে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালায়। এতে প্রায় ২৯০ জন নিহত হয়। সেই সময় যুদ্ধবিমান থেকে পার্লামেন্ট ভবন ও প্রেসিডেন্সিয়াল প্যালেসে বোমাবর্ষণ করা হয় এবং প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যপ এরদোয়ান ছুটিতে থাকার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর তুরস্কে ব্যাপক অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাজার হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালের ১৫ জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয়। তবে সরকারের কঠোর হস্তক্ষেপ ও জনগণের অংশগ্রহণে তা ব্যর্থ হয়ে যায়। অভ্যুত্থানের পরপরই দেড় লাখের বেশি সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং আরও প্রায় ৫০ হাজার ব্যক্তিকে আটক করা হয়। |