![]() যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহতের শঙ্কা
নতুন বার্তা, ঢাকা:
|
![]() এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শাপিরো সাউন্ড ট্যালেন্ট গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। গ্রুপটির ক্লায়েন্টদের তালিকায় রয়েছে সাম ৪১, স্টোরি অব দ্য ইয়ার এবং পিয়ার্স দ্য ভেইলের মতো রক ব্যান্ড। দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাদা ব্যান্ডের সাবেক ড্রামার ড্যানিয়েল উইলিয়ামসও এই দুর্ঘটনার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি বিমান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ফেডারেল কর্মকর্তারা বলছেন, বিমানটিতে ছয়জন ছিলেন এবং সকলেই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিমানটি বিধ্বস্ত হয়ে মারফি ক্যানিয়ন পাড়ায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং ১০ জন ক্ষতিগ্রস্ত হয়। সান দিয়েগো ফায়ার সার্ভিসের মুখপাত্র সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, বিধ্বস্ত বিমানটি সেসেনা ৫৫০ মডেলের। যেটিকে সাইটেশন হিসেবেও ডাকা হয়। বিমানটি রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মন্টোগোমারি এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এই প্রাইভেট বিমানগুলো ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। যা ছয় থেকে আটজন যাত্রী বহন করতে পারে। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে সাউন্ড ট্যালেন্ট গ্রুপের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের সহ-প্রতিষ্ঠাতা, সহকর্মী এবং বন্ধুদেরকে হারিয়ে আমরা শোকাহত। ‘ কোম্পানিটি জানিয়েছে যে তারা ‘বিমান দুর্ঘটনায় শাপিরো সহ তিনজন কর্মচারী’ হারিয়েছে। তবে এখনো অন্যদের পরিচয় জানা যায়নি। সান দিয়েগো কর্তৃপক্ষ দুর্ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যদিও জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড জানিয়েছে, মোট মৃতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ নিহতদের কারও নাম প্রকাশ করেনি। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি নিউইয়র্ক সিটির বাইরের তেতারবো বিমানবন্দর থেকে বুধবার রাতে উড্ডয়ন করে। এরপর এক ঘণ্টার জন্য এটি কানসাসের উইচিতিটায় অবতরণ করে। সেখান থেকে সান দিয়েগোর দিকে রওনা দেয়। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার শিকার বিমানটি আলাস্কার একটি বেসরকারি কোম্পানির। এটি ১৯৮৫ সালে তৈরি করা হয়। |