![]() পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ আরোও ২১ জনকে রাতের অন্ধকারে ঠেলে দিল ভারতীয় বিএসএফ
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
![]() বুধবার (২২ মে) দিবাগত রাত ৪টার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি নীলফামারী-৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। আটকদের মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষ ও ১৩ জন শিশু। আটকরা হলেন- আলেয়া (৫৫), রব্বিল ফকির (২২), রোজি (৩৯), স্বপ্না (২৯), হেলেনা (২৭), শিমলা (১৯), শিমা (৩০)। বাকিরা শিশু ও কিশোর। তারা সবাই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। বিজিবি নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদোজা বলেন, ভারতীয় বিএসএফ কর্তৃক ২১ জনকে বাংলাদেশে পুশইন করার বিষয়টি আমাদের টহল দল তাৎক্ষণিকভাবে শনাক্ত করে আটক করেছে। তিনি আরও বলেন, আটককৃতরা দীর্ঘদিন ভারতের গুজরাট রাজ্যে অবৈধভাবে বসবাস করছিলেন। সেখান থেকে ভারতীয় পুলিশ গত বৃহস্পতিবার (২১ মে) তাদের আটক করে প্রথমে বিমানে করে পশ্চিমবঙ্গের কলকাতা নিয়ে আসা হয়।পরে বাসযোগে ভারতের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। পরে গভীর রাতে ঐ ক্যাম্পের ভারতীয় বিএসএফ সদস্যরা সীমান্তে কারেন্টের বাতি (সুইস) বন্ধ করে রাতের আধারে গেট খুলে তাদের বাংলাদেশে পুশইন করে। বিজিবি সূত্রে জানা যায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।০০ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, জয়ধর ভাঙ্গা ক্যাম্পের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২১ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। পরে আমাদের টহল দল সীমান্তে তাদের আনাগোনা দেখে আটক করে। ইতিমধ্যে আমাদের ব্যাটালিয়ন কোম্পানী ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা অনুষ্ঠিত হয়েছে। আমরা বিএসএফের কাছে জানতে চেয়েছি তারা কেন অবৈধ উপায়ে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠালো। বিজিবিকে জানিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো উচিত ছিল। এ বিষয়ে আমরা বিজিবি পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করব। তবে যারা শিশু রয়েছে তাদের বিরুদ্ধে নয়। সীমান্তে বিজিবি সর্বদা সচেতন আছে। যেকোনো পরিস্থিতির মোকাবেলায় বিজিবির টহল দল ২৪ ঘণ্টা সীমান্তে কড়া টহলদারি করছেন। এর আগে শুক্রবার (১৬ মে) গভীর রাত থেকে শনিবার (১৭ মে) দুপুর পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। |