![]() রামুতে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু
খালেদ হোসেন টাপু ,রামু:
|
![]() নিহত পোপন ধর রামু উপজেলার রাজারকুল ১ নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত দয়াল হরি ধরের চতুর্থ পুত্র পোপন ধর (৪২)। মঙ্গলবার ২০ মে পোপন ধরের মরদেহ চট্টগ্রাম থেকে রামু রাজারকুল ধর পাড়ায় নিজ বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়। স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। নিহতের পরিবার জানান, শুক্রবার ২ মে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী অনিল ধর, কৃষ্ট বড় ধর, সুকুমার ধর, তাপস ধর, দীপক ধর, সন্তোষ ধর, লক্ষন ধর ও টুক্কু ধর ধাঁরালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় । এতে পোপন ধর গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে, পরে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার ১৯ মে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং নিহতর পরিবার পোপন ধর হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি তোর দাবি জানিয়েছেন। এদিকে রামু রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহতের পরিবারকে সান্তনা দিতে তার বাড়িতে ছুটে এসেছি। পোপন ধর হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আনা আনা হোক। এঘটনায় রামু থানায় হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে । |