![]() দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে উজিরপুরের হরেন্দ্র মালতী কল্যাণ ট্রাস্ট কর্তৃক শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
|
![]() ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কিরণ চন্দ্র বালা বলেন, কুড়–লিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি আমার পরলোকগত পিতা হরেন্দ্র নাথ বালা মহাশয় প্রতিষ্ঠা করেন। তাঁর অসমাপ্ত কাজের বিন্দুমাত্র আমি সিঙ্গাপুরে থাকলেও মাঝে মাঝে বাড়ি এসে সম্পাদন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই প্রতি বছর এই সময়ে তাঁর আত্মার শান্তির উদ্দেশ্যে ধর্মীয় বিধানমতে প্রার্থণা, আলোচনা সভা, বিভিন্ন দান অনুদান কাজ পরিচালনা করে আসছি। সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীসজ্জন, কবি-লেখকদের উপস্থিতিতে এ অনুষ্ঠান পরিচালিত হয়। আপনারা আশির্বাদ করবেন ’হরেন্দ্র মালতী কল্যাণ ট্রাস্ট’ একটি অলাভজনক সমাজকল্যাণ মূলক সেবা প্রতিষ্ঠান। এই ট্রাস্টের মাধ্যমে যেন বিভিন্ন এলাকার দরিদ্র অসহায় মানুষের জন্য সেবামূলক কিছু কাজ করে যেতে পারি। |