আজ বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ
 / মতামত / নতুন প্রজন্মের রাজনীতি: আস্থা না বিতৃষ্ণা?
নতুন প্রজন্মের রাজনীতি: আস্থা না বিতৃষ্ণা?
মীর আব্দুর আলীম:
Published : Wednesday, 14 May, 2025 at 11:25 PM
নতুন প্রজন্মের রাজনীতি: আস্থা না বিতৃষ্ণা?প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস বলেছেন- “রাজনীতিতে তরুণদের আরও সক্রিয় হতে হবে”। তাঁর এই বক্তব্যটিকে নিছক মতামত হিসেবে না দেখে, বরং একটি দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করাই শ্রেয়। তার এই বক্তব্য আমাদের জাতীয় রাজনৈতিক চেতনায় একটি জরুরি আলোচনার দ্বার খুলে দিয়েছে। আজকের তরুণ সমাজ শুধু ভবিষ্যৎ নয়, বর্তমানও। রাজনীতির প্রতিটি পরতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব দিন দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে। এ কারণেই তরুণদের রাজনীতিতে সক্রিয় করা এখন কেবল প্রয়োজন নয়, একটি অনিবার্যতা।

তরুণদের রাজনীতি অংশগ্রহণের গুরুত্ব বোঝাতে গেলে প্রথমেই বোঝা দরকার-তরুণ মানে কী? তরুণ মানে শুধু বয়সে তরুণ নয়, বরং চিন্তায়, উদ্যমে, নতুনত্বে এবং সংস্কারে তরুণ। একক দলগত কোন বিষয় নায়। সকল দলে তরুণরা গুরুত্ব পাক। তরুণ মানেই সম্ভাবনার ঝর্ণাধারা। একজন তরুণের মধ্যে থাকে সাহস, সততা, আত্মবিশ্বাস, নতুন কিছু করার আকাঙ্ক্ষা, সমাজ পরিবর্তনের স্বপ্ন। তারা দীর্ঘমেয়াদি লাভ বা ক্ষমতা ধরে রাখার চেয়ে তাৎক্ষণিক পরিবর্তনের জন্য কাজ করতে আগ্রহী থাকে। তারা ‘হয়ে গেছে’ বলতে রাজি নয়, তারা চায় ‘নতুন করে গড়ে তোলা’। এটাই তরুণদের শক্তি।

বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে এ ধারাটি অত্যন্ত স্পষ্ট। ফিনল্যান্ডের সানা মারিন, নিউজিল্যান্ডের জাসিন্ডা আরডার্ন, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁ, চিলির গ্যাব্রিয়েল বরিচ, ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি—এরা সবাই তরুণ বয়সে ক্ষমতার শীর্ষে পৌঁছে গেছেন। শুধু নির্বাচনে জয়ী হওয়া নয়, তারা রাষ্ট্র পরিচালনায় নতুন ধারা সৃষ্টি করেছেন। উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি-সংশ্লিষ্ট সিদ্ধান্ত, পরিবেশবান্ধব নীতি এবং মানবিক নেতৃত্বের আদর্শ তাঁরা তৈরি করেছেন। এতে প্রমাণিত হয় যে তরুণদের হাতে ক্ষমতা দিলে রাষ্ট্র মেধাবী, মানবিক ও কার্যকর হতে পারে।

বাংলাদেশেও আমরা তার ব্যতিক্রম নই। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, গণআন্দোলন থেকে শুরু করে সা¤প্রতিক শিক্ষার্থীদের আন্দোলন পর্যন্ত-তরুণরাই ছিলেন সামনে। ১৯৫২-র শহীদ সালাম, রফিক, বরকত ছিলেন তরুণ। মুক্তিযুদ্ধের প্রধান সেনানী ছিলেন তরুণরা। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাই ছিল নেতৃত্বে। শাহবাগ আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন-সবখানেই তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তারা শুধু ক্ষোভ প্রকাশ করেনি, যুক্তি ও গঠনমূলক প্রস্তাব নিয়ে এসেছে।

কিন্তু দুঃখজনকভাবে, সা¤প্রতিক বছরগুলোতে মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ কমে গেছে। রাজনীতি হয়ে উঠেছে অভিজ্ঞদের ‘ক্লোজড সার্কেল’। এই ক্লোজড সার্কেলে তরুণদের প্রবেশাধিকার নেই। আবার তরুণরাও রাজনীতিকে দুর্নীতিগ্রস্ত, হিংস্র এবং অসৎ বলেই ভাবতে শিখেছে। এর ফলে দেশের মেধাবী একটি অংশ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। এ এক বিপজ্জনক প্রবণতা। কারণ যখন ভালো মানুষ রাজনীতি থেকে দূরে থাকে, তখনই খারাপ মানুষদের দখলে চলে যায় সমাজ ও রাষ্ট্র।

তরুণদের রাজনীতিতে ফেরানোর জন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতি ও কাঠামোতে আমূল পরিবর্তন আনতে হবে-

প্রথমত, রাজনৈতিক দলগুলোকে তরুণদের জন্য সুনির্দিষ্ট কোটাভিত্তিক নেতৃত্বের স্থান নির্ধারণ করতে হবে। প্রতিটি ওয়ার্ড, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটিতে কমপক্ষে ৩০-৪০ শতাংশ পদ তরুণদের জন্য সংরক্ষণ করতে হবে। তবে কেবল কাগজে-কলমে না থেকে, এটি বাস্তবায়নের জন্য কঠোর নজরদারি করা প্রয়োজন। রাজনৈতিক দলের সুষ্ঠু এবং কার্যকর নেতৃত্বের জন্য তরুণদের প্রয়োজনীয় অংশগ্রহণ এবং প্রভাব নিশ্চিত করা অপরিহার্য। তরুণদের নেতৃত্বে আনা কেবল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি তাদের ক্ষমতায়ন এবং পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগও। তরুণদের নেতৃত্বের বিষয়টি যদি দৃষ্টিভঙ্গি, নীতি এবং চিন্তাভাবনার পরিবর্তন আনতে পারে, তবে তা রাষ্ট্র পরিচালনায় নতুন দিশা এবং উদ্ভাবন নিয়ে আসবে। দলের অভ্যন্তরে তরুণদের সুনির্দিষ্ট স্থান নিশ্চিত করার মাধ্যমে রাজনৈতিক দলের কার্যক্রম আরও প্রাণবন্ত এবং প্রগতিশীল হতে পারে।

দ্বিতীয়ত, তরুণদের রাজনৈতিক শিক্ষার ব্যবস্থা করা জরুরি। আমাদের শিক্ষাব্যবস্থায় ‘নাগরিক শিক্ষা’ এবং ‘নৈতিক নেতৃত্ব’ বিষয়ক পাঠ্যক্রম বাধ্যতামূলক করা দরকার। এতে তরুণরা রাজনীতি ও রাষ্ট্রচিন্তা সম্পর্কে আত্মবিশ্বাসী এবং সচেতন হয়ে উঠবে। এই শিক্ষা তরুণদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলবে, যা ভবিষ্যতে তাদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘লিডারশিপ প্রোগ্রাম’, ‘ইয়ুথ পার্লামেন্ট’, ‘ডেমোক্রেসি ক্যাম্প’ ইত্যাদি আয়োজন করলে তারা বাস্তব রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করবে। তরুণরা যদি রাজনৈতিক বিষয়ে গভীর জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারে, তবে তারা দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। এই ধরনের উদ্যোগগুলি যুব সমাজের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশে সাহায্য করবে এবং তাদের আত্মবিশ্বাস ও প্রস্তুতি বাড়াবে।

তৃতীয়ত, তরুণদের দৃষ্টিভঙ্গি এবং সক্ষমতা রাজনৈতিক দলে কাজে লাগাতে হলে একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা জরুরি। আজকের তরুণরা সংঘাতমুখী নয়, তারা সহমত ও সমঝোতায় বিশ্বাস করে। কিন্তু বাস্তব রাজনীতি এখনও অনেক ক্ষেত্রে সংঘাত, অপবাদ, প্রতিহিংসা ও প্রতিশোধে ভরপুর। এই সংস্কৃতির পরিবর্তন না হলে তরুণরা রাজনীতিতে প্রবেশ করেই হতাশ হয়ে পড়বে। রাজনীতির মাঠে নেতিবাচক কার্যকলাপ, অপরাজনীতি এবং অসুস্থ প্রতিযোগিতা দূর করার মাধ্যমে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা জরুরি। তরুণরা চাইলে রাজনীতি আরও মানবিক, সহনশীল এবং শান্তিপূর্ণ হতে পারে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি তরুণদের মতামত ও মতপার্থক্যকে সন্মান করে এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য গ্রহণ করে, তবে রাজনীতি তরুণদের জন্য আরও আকর্ষণীয় এবং সুযোগসুবিধাযুক্ত হবে।

চতুর্থত, মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার তরুণদের উৎসাহিত করতে পারে। তরুণদের সফল নেতৃত্বের গল্প প্রচার, রাজনৈতিক দায়িত্ব পালনকারী তরুণ জনপ্রতিনিধিদের কাজ তুলে ধরা—এসব তরুণদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি নেতিবাচক রাজনীতির প্রতি তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মিডিয়াগুলির মাধ্যমে তরুণরা বাস্তব রাজনৈতিক ঘটনাবলি জানতে পারবে এবং প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে পারবে। এই ধরনের প্রচার তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণের প্রতি উৎসাহিত করবে এবং তাদের নেতৃত্বের মনোভাব গড়ে তুলবে। তাই, রাজনৈতিক দলগুলো ও সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তি ব্যবহার করে তরুণদের মধ্যে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারে, যা রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়ন এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।

রাজনীতিতে তরুণদের বাধা আসে কেবল সিস্টেম থেকে নয়, পরিবার ও সমাজ থেকেও। বাবা-মা চায় সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হোক, কিন্তু রাজনীতিবিদ হোক—এটা তারা চায় না। কারণ রাজনীতিকে তারা মনে করেন ‘ঝুঁকিপূর্ণ ও নোংরা’ একটি পেশা। এই মনোভাবও ভাঙতে হবে। রাজনীতি একটি সম্মানজনক পেশা হতে পারে—এই বার্তা সমাজে পৌঁছাতে হবে। তরুণদের সামনে রাজনীতিতে অংশগ্রহণের নতুন মডেলও হাজির করতে হবে। একটি বিকেন্দ্রীকৃত রাজনৈতিক কাঠামো, যেখানে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশের সুযোগ থাকবে, তা তরুণদের এগিয়ে আনবে। স্থানীয় সরকার ব্যবস্থায় তরুণদের বেশি করে অন্তর্ভুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা পৌরসভায় তরুণ প্রার্থীদের অংশগ্রহণ বাড়াতে হলে প্রার্থী মনোনয়নে স্বচ্ছতা ও অগ্রাধিকার দিতে হবে। তরুণদের অংশগ্রহণ রাজনীতিকে শুধু প্রাণবন্তই করবে না, বরং উদ্ভাবনী, প্রযুক্তিনির্ভর, এবং দায়িত্বশীল করে তুলবে। তরুণরাই পারে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে, তথ্যপ্রযুক্তির ব্যবহার করে স্বচ্ছতা আনতে এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে। তারা অন্ধ অনুসরণ নয়, নেতৃত্বে জবাবদিহিতা চায়।

বিশ্বব্যাপী দেখা গেছে, তরুণ নেতৃত্ব কেবল অর্থনৈতিক উন্নয়নই নয়, সামাজিক ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন, শিক্ষানীতি, নারী অধিকারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর ভ‚মিকা পালন করেছে। আজকের পৃথিবী, যেখানে নানা ধরনের চ্যালেঞ্জ, সংকট এবং সমস্যাগুলোর মুখোমুখি, সেখানে তরুণরা তাদের নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তা, এবং সাহসিকতার মাধ্যমে এসব সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখতে সক্ষম হয়েছে। তারা সমাজে নতুন সংস্কৃতি, পরিবর্তন, এবং প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে এসেছে, যা রাষ্ট্র পরিচালনায় উন্নয়ন এবং গণতন্ত্রের মুল্যবোধে অবদান রেখেছে। উদাহরণস্বরূপ, জলবায়ু পরিবর্তন, যা একটি বৈশ্বিক সংকট, সে বিষয়ে তরুণ নেতারা আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রতিক্রিয়া জানিয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তরুণরা শুধুমাত্র দেশীয় নয়, বৈশ্বিক সমস্যারও সমাধান খুঁজে বের করার শক্তি রাখে।

বাংলাদেশের মতো জনবহুল, তরুণ জনগোষ্ঠীসমৃদ্ধ দেশে এই ধরনের নেতৃত্ব অত্যন্ত প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। আমাদের দেশে প্রায় ৪ কোটি তরুণ ভোটার রয়েছেন, যারা আগামী দিনের নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারেন। এই তরুণরা যদি তাদের ক্ষমতা ও প্রভাব সঠিকভাবে কাজে লাগাতে পারে, তবে তারা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় উন্নতি আনতে সক্ষম হবে। তরুণরা দেশের সমৃদ্ধি, ন্যায়বিচার, মানবাধিকার এবং পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে পারে। তাদের চিন্তা, উদ্ভাবন এবং দৃষ্টিভঙ্গি সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব এবং উদ্দীপক করে তুলতে পারে। এভাবেই আগামী দিনের বাংলাদেশে একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে, যা তরুণ নেতৃত্বের হাতে আলোকিত হবে।

অতএব, তরুণদের রাজনীতিতে আসার পথ সুগম করতে হলে কেবল আহŸান নয়, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হবে যে তারা তরুণদের নেতৃত্বের জন্য স্থান করে দেবে এবং তাদেরকে রাজনৈতিক কর্মকাÐের সাথে যুক্ত করবে। সরকার এবং প্রশাসনকেও তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া, তাদের ক্ষমতায়ন করা এবং তাদের চিন্তা ও প্রস্তাবনা শোনার ব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তরুণদের রাজনৈতিক শিক্ষায় এবং নাগরিক দায়িত্বে আগ্রহী করে তুলতে প্রভাবশালী ভ‚মিকা রাখতে পারে। পরিবার এবং গণমাধ্যমও তরুণদের নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়ক হতে পারে। পরিবার তরুণদের সঠিক দৃষ্টিভঙ্গি এবং নৈতিক শিক্ষা প্রদান করতে পারে, যা তাদের আগামী দিনের নেতৃত্বে সাহায্য করবে। গণমাধ্যম তরুণদের সফল নেতৃত্বের গল্প প্রচার করে তাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করতে পারে, যাতে তারা রাজনীতির প্রতি আগ্রহী হয় এবং রাজনৈতিক কর্মকাÐে অংশগ্রহণ করে।

এই পরিবর্তন সম্ভব হতে পারে শুধুমাত্র যখন এই সমস্ত সেক্টরগুলো একত্রে কাজ করবে এবং তরুণদের জন্য সঠিক অবকাঠামো গড়ে তুলবে। সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের পথ খুলে যাবে এবং তারাই একটি নতুন, উন্নত, এবং উদ্যমী বাংলাদেশ গড়ার পক্ষে কার্যকর ভ‚মিকা রাখবে। তরুণদের নেতৃত্বের মধ্যেই লুকিয়ে আছে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, যেখানে তারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সাফল্যের ধারক ও বাহক হিসেবে কাজ করবে।

রাজনীতিকে তরুণরা যদি নেতৃত্ব দেয়, তাহলে সেই রাজনীতি হবে গণমুখী, মানবিক এবং অগ্রগতিমুখী। কারণ তরুণরা স্বপ্ন দেখে, সাহস করে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের সবটুকু ঢেলে দেয়। তাদের এই শক্তিকে অবজ্ঞা নয়, স্বীকৃতি দিতে হবে। দেশ গড়ার রাজনীতিতে তাদের অগ্রণী ভ‚মিকাই হোক আগামী বাংলাদেশের প্রধান দিকনির্দেশনা।

✍ লেখক: মীর আব্দুল আলীম, চেয়ারম্যান-আল-রাফি হাসপাতাল লিমিটেড, সাংবাদিক, জীবনমুখী লেখক, কলামিস্ট।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন
‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদেও প্রথম বিদেশ সফর করলেন সৌদি আরবে। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)-এর প্রতি ...
পঞ্চগড়ে সেনাবাহিনীকে নিয়ে বিআরটিএ’র অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা জরিমানা
পঞ্চগড়ে সেনাবাহিনীকে নিয়ে বিআরটিএ’র অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা জরিমানা
পঞ্চগড়ে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এড়ানোসহ নির্বিঘ্নে ও নিরাপদ রাখতে সেনাবাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন অথোরিটি ...
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ ...
সুযোগ হারালেন টিউলিপ, জারি হতে পারে রেড অ্যালার্ট: দুদক চেয়ারম্যান
সুযোগ হারালেন টিউলিপ, জারি হতে পারে রেড অ্যালার্ট: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে সাড়া দিয়ে নির্দিষ্ট দিনে হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক ...
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাকে ১ লাখ টাকা ঋণের চেক হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাকে ১ লাখ টাকা ঋণের চেক হস্তান্তর
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) - এর আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ ...
আত্রাইয়ে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার- ৩
আত্রাইয়ে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার- ৩
নওগাঁর আত্রাই থানাপুলিশ এবং র‌্যাব-৫,নাটোর ক্যাম্পের টহল দল পৃথক অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। এসময় এক মাদক কারবারীর নিকট ...
ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি: প্রথম সরাসরি ফ্লাইটে সিলেটের হজ যাত্রীরা মদিনার পথে
ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি: প্রথম সরাসরি ফ্লাইটে সিলেটের হজ যাত্রীরা মদিনার পথে
সিলেট থেকে মদিনার  পথে   গেলো প্রথম হজ ফ্লাইট। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ৪শ’ ১৮ জন হজযাত্রী নিয়ে ওসমানী ...
মারকাযুল হিকমাহ সিলেট হবে ঈমান-আক্বিদাহ রক্ষার দূর্গ: আল্লামা শায়খ জিয়া উদ্দিন
মারকাযুল হিকমাহ সিলেট হবে ঈমান-আক্বিদাহ রক্ষার দূর্গ: আল্লামা শায়খ জিয়া উদ্দিন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দিন বলেছেন, মারকাযুল হিকমাহ ...
নতুন প্রজন্মের রাজনীতি: আস্থা না বিতৃষ্ণা?
নতুন প্রজন্মের রাজনীতি: আস্থা না বিতৃষ্ণা?
প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস বলেছেন- “রাজনীতিতে তরুণদের আরও সক্রিয় হতে হবে”। তাঁর এই বক্তব্যটিকে নিছক মতামত হিসেবে না দেখে, ...
১০
ভারতের পানি ডাকাতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে
ভারতের পানি ডাকাতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে
বাংলাদেশ ব্যাপকভাবে ভারতীয় পানি আগ্রাসনের সম্মুখীন হয়েছে। বাংলাদেশের মানুষ যখন গঙ্গার পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তখন নতুন করে ...
 
তীব্র গরমে হিট স্ট্রোক কেন হয়? ঝুঁকিমুক্ত থাকতে করণীয়
তীব্র গরমে হিট স্ট্রোক কেন হয়? ঝুঁকিমুক্ত থাকতে করণীয়
তীব্র গরমের সময় সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকি থাকে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার। হিট স্ট্রোকের মূল কারণ পানিশূন্যতা বা ডিহাইড্রেশন। বয়স্ক, ...
চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে উদ্বোধন হয়েছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার। শনিবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ফিতা ...
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৩ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ মে) গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে ...
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টা-গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টা-গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের পর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থী বর্তমানে ...
রংপুরের কোথায় হবে চীনের হাসপাতাল, তা এখনো চূড়ান্ত হয়নি
রংপুরের কোথায় হবে চীনের হাসপাতাল, তা এখনো চূড়ান্ত হয়নি
চীনের উপহারের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি রংপুর অঞ্চলেই হবে, তবে কোন জেলায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। রোগ নির্ণয়ের ...
গড্ডিমারী আলিয়া মাদরাসার উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা
গড্ডিমারী আলিয়া মাদরাসার উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী আলিয়া মাদরাসার পুন:প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল ...
‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন
‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদেও প্রথম বিদেশ সফর করলেন সৌদি আরবে। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)-এর প্রতি ...
কালিহাতীতে অবৈধ বালুঘাটে যৌথ বাহিনীর অভিযান : জরিমানা আদায়
কালিহাতীতে অবৈধ বালুঘাটে যৌথ বাহিনীর অভিযান : জরিমানা আদায়
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা  পউলী ব্রিজ সংলগ্ন ঘাট ও বিনোদলহুরিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু বিক্রির  অভিযোগে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ...
রামুতে অসুস্থ বাবাকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের: আহত ২
রামুতে অসুস্থ বাবাকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের: আহত ২
কক্সবাজার-টেকনাফ সড়কের রামু খুনিয়া পালং ধোয়া পালং এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান অভি (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু ...
১০
গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের কার্যকরী পরিষদ গঠন
গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের কার্যকরী পরিষদ গঠন
গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের সাধারণ সভা গত ৪ মে রোববার  ওয়ারেন সিটির অভিজাত আলিফ রেস্টুরেন্টে  অনুষ্টিত হয়। সাধারণ সম্পাদক এডভোকেট ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com