![]() আত্রাইয়ে র্যাব-পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার- ৩
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
|
![]() আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,র্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভাঙ্গাজাঙ্গাল ¯ট্যান্ড এলাকা থেকে সবুজ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০বোতল ফেন্সিডিলসহ আটক করে। এঘটনায় রাতেই র্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া থানাপুলিশ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী উপজেলার মনিয়ারী গ্রামের দবির আলীর ছেলে তুফান শেখ (২৬) এবং উপজেলার মহনঘোষ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিপুল ওরফে রকি (৩৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। |