![]() রামুতে অসুস্থ বাবাকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের: আহত ২
খালেদ হোসেন টাপু,রামু:
|
![]() শনিবার ১০ মে বিকেল সাড়ে ৪ টার দিকে রামু খুনিয়া পালং ধোয়া পালং ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। নিহত কলেজছাত্র মেহেদী হাসান অভি রাজা পালং ইউনিয়নের কুতুপালং এলাকার মজুর আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদর হাসপাতাল থেকে মেহেদী তার অসুস্থ বাবা মন্জুর আলমকে নিয়ে সিএনজিযোগে তার গ্রামের বাড়ি কুতুপালং যাচ্ছিছিলেন। পথিমধ্যে ধোয়া পালং এলাকায় কক্সবাজারমুখি স্বপ্নতরি বাস ও কুতুপালংমুখি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কলেজছাত্র মেহেদী হাসান অভি। গুরুত্বর আহত হন তার বাবা মনজুর আলম ও সিএনজি চালক। এদিকে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে তুলাবাগান হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন দূর্ঘটনা কবলিত স্বপ্নতরি বাস ও সিএনজি উদ্ধার থানা হেফাজতে নিয়ে আসে। বর্তমানে নিহত মেহেদী হাসান অভির মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এবং আহতরা একই হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন হৃদয় বিদারক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবরা। |