![]() সাংবাদিক শাহজাহান কমর স্মৃতি সংসদের আত্ব প্রকাশ
নতুন বার্তা, সিলেট:
|
![]() শনিবার (১৭ মে) সকাল শাহজাহান কমের সহধর্মিণী ও রাজ্যের প্রধান পোষক ভোট আরা স্বপ্ন রা সর্বাত্মকভাবে শান্তিপূর্ণভাবে। এ পার্টি অনান্য নেত্রীবৃন্দ, সহ-সভাপতি সরওয়ার আজম মানিক, অ্যাড. রুহুল হাসান শরীফ, সাইয়েদ মাহমুদ পারভেজ, অ্যাড. শেখ মাসুদ ইকবাল, দীপক চৌধুরী বাপ্পী, সৈয়দ মুরাদুল ইসলাম, মুজাহিদুর রহমান প্রিন্স, মোল্লা হারুন অর রশিদ, মনিজা হাবিবনা, ডাবলু কুমার ঘোষ, যুগ্ম লুক সাধারণ এমটিফ, আজহারুল ইসলাম বিপ্লব, বিন্দু তালুকদার, সোহেল রানা, সহ-সাংগঠনিক শক্তি খাদেমুল ইসলাম অলিদ, সঞ্জয় সাহা, এইচ.এম জুবায় হোসা, মুকুল আক্রান্ত দাস, কৃষ্ণ কর্মকার, প্রেমাধ্যক্ষ লিছানুর রহমান, প্রচারণা চৌধুরী ভাস্কর হোম, দপ্তর আপনার নাদিম হোসাইন, ইন্টারন্যাশনাল বিষয়ক বক্তব্য হেফাজুল করিম রাকিব (লন্ডন), তথ্য ও গবেষণা ইকবাল স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ সামিয়ান হাসান, সাহিত্য নেটওয়ার্ক মো. খালেদ পারভেজ বখশ,পাঠাগার ক্ষমতা সিরাজুল ইসলাম, শিক্ষা বিষয়ক নীতি সলিল বরন দাস, সাংস্কৃতিক নির্বাচন অলিদই, ক্রীড়া নির্বাচনে আব্বাস হোসেন ইমরান, গণ যোগাযোগ ফরহাদ চৌধুরী, বন। ও পরিবেশ বিধান সাব্বির আহমেদ, স্বাস্থ্য বিষয়ক বিধান হারুন সাঁই, সমাজ কল্যাণ বিধান আব্দুল আউয়াল, নারী বিষয়ক ইশরাত জাহান মমতাজ, কার্যকরী সদস্য- সজল ছত্রী, এনামুল কবীর টু, নজরুল ইসলাম (পঞ্চগড়), আসাদুর রহমান জয়, শফিক স্বপন, সুমন ইসলাম, রতন সিং, শহিদুল ইসলাম, সুশান্ত সরকার, খালিদ আবু, শাহী, আব্দুল মজিদ, মাহবুবুল আলম মানু, মো. রফিকুল ইসলাম, মোকলেসুর রহমান, হাসান মাহমুদ শাকিল, শাহিদুল ইসলাম সবুজ, রেজাউল করিম রঞ্জু, আবদ মনির, খন্দকার রাকিবুল ইসলাম, এনামুল বাবুল ইসলাম মোহাম্মদ নাসির উদ্দীন, আজিজুর রহমান তালুকদার, আমিনুল ইসলাম বাবুল, নজরুল ইসলাম (অরগ্রাম), খায়রুল ইসলাম, আবদুল সাত্তার, সাহিদুর রহমান, খলিলুর রহমান, আবুল হোসেন, ইমরান মাহমুদ, জগলুল পাশা রুশোশোন, আব্দুল সহজ লিটন, আবিদ হাসান বাপ্পি, মো. রিয়াজ হোসেন, শাহাজাদা তোহামিন। নবনির্বাচিত দল মো. নজরুল ইসলাম ও সাধারণ নির্দেশ মো. রোমান আকন্দ জানান, বরে সাংবাদিক প্রয়াত শাহজাহান কমর ছিলেন অত্যন্ত মানবিক সুদক্ষ ও সৎ সাংবাদিক। তিনি সহ সকলের নিজের সদস্য মনে করতে ভালোবাসেন। সহ প্রতি প্রতি তার হৃদয়ে চলা ভালবাসাকে রাখতে সাংবাদিক শাহজাহান কমর স্মরণ সংসদ গঠিত হয়েছে। এই রাষ্ট্র তার জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন সহ জীবন কর্ম নিয়ে বিভিন্ন গবেষণাধর্মী কাজ করবে। এছাড়াও সাংবাদিক সহ বিভিন্ন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ উচ্চ সম্মানিত করা হবে। |