আজ রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ মে ২০২৫ খ্রিস্টাব্দ
 / জাতীয় / এবারও মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
এবারও মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 17 May, 2025 at 11:07 PM
এবারও মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কাবছর ঘুরতে আবারও সেই মে মাসেই দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। গত বছর ২৭ মে উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। আম্ফান, মোখার মতো ঘূর্ণিঝড়ও আঘাত হেনেছিল মে মাসেই। বিগত পাঁচ বছরে সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পাঁচটিই ছিল মে মাসে।
এবারও মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস পরবর্তীসময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, মে মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) শুরু হওয়ার আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবণতা বাড়ে। নভেম্বর মাসে বর্ষা শেষ হয়, অর্থাৎ মৌসুমি বায়ু বিদায় নেয়—এই ট্রানজিশন পিরিয়ডে আবহাওয়ায় অস্থিরতা তৈরি হয়, যা ঘূর্ণিঝড়ের জন্ম দিতে পারে।

মে মাসে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ বঙ্গোপসাগরে
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘সাধারণত বর্ষার আগ মুহূর্তে সাগরে নিম্নচাপের আশঙ্কা প্রবল থাকে। নিম্নচাপটি হতে পারে মে মাসের ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে। এখন এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সেটা বলার সময় এখনো আসেনি। তবে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।’
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ‘সমুদ্রের উষ্ণতা, মৌসুমি বায়ুর পরিবর্তন ও বঙ্গোপসাগরের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে মে মাস ঘূর্ণিঝড় গঠনের জন্য অনুকূল। এ মাসের ২৩ তারিখে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে যে কোনো দিন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। বিগত বছরের পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, মে মাসের চতুর্থ সপ্তাহ ঘূর্ণিঝড়ের সম্ভাব্য সময়।’
তিনি বলেন, ‘এ মাসের ২৭ তারিখ অমাবস্যা হতে পারে। পূর্ণিমার রাতে সাগরে জোয়ারের উচ্চতা অনকে বেশি থাকে। ওই সময় যদি ঘূর্ণিঝড় হয়, তখন এটা ভয়ংকর হবে। তবে আশা করছি এর আগে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে।’
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণত মে মাসের ২০ থেকে জুন মাসের ১৯ তারিখের মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে বর্ষা ঋতুর আগমন ঘোষণা করে। মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের দক্ষিণ সীমানায় এখন অবস্থান করছেন। এর আগেই ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়। বঙ্গোপসাগরের বর্তমান অবস্থা একটা সাইক্লনিক ঘূর্ণিবার্তার জন্য প্রস্তত হয়ে আছে, যা নিম্নচাপ অবস্থা থেকে ক্যাটাগরি-১ মাত্রার ঘূর্ণিঝড়ের আদলে রূপ গ্রহণ করতে পারে।
এছাড়া ঘূর্ণিঝড় শেষেই মে’র শেষ সপ্তাহে মৌসুমি বায়ুর অগ্রভাগ দেশের উপকূলভাগে এসে স্থলভাগের শুষ্ক বাতাসের সঙ্গে আন্তঃক্রিয়ায় প্রাক মৌসুমি বজ্রবৃষ্টি এবং খুবই অল্প সময়ের মধ্যেই তথা জুনের প্রথম সপ্তাহ থেকেই বর্ষার আগমন ঘোষণা করতে পারে।
জানা যায়, বিগত পাঁচ বছরে সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকাবিলা করে বাংলাদেশ। যার মধ্যে চারটি ছিল মে মাসে, বাকি তিনটি অক্টোবর ও নভেম্বর মাসে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এসব ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় আঘাত হেনেছে। এসব ঘূর্ণিঝড় ও তীব্র জলোচ্ছ্বাসে প্রাণহানি, ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি ছাড়াও ক্ষতির শিকার হয়েছে লাখ লাখ মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবশেষ ২০২৪ সালে ২৭ মে প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশে আঘাত হানে। এটি পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১১ কিলোমিটার। এর আগে ২০২৩ সালে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হানে বাংলাদেশে। ২০২৩ সালের ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় ‘মিধিলী’ পটুয়াখালী উপকূলে আঘাত হানে। এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০২ কিলোমিটার। একই বছরের ১৪ অক্টোবর কক্সবাজারে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোখা’, যার গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৭ কিলোমিটার। ওই বছরের ২৪ অক্টোবর কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘হামুন’, যার গতিবেগ ছিল ঘণ্টায় ১০৪ কিলোমিটার।
এছাড়া ২০২০ সালের ২১ মে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। যার গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। ২০২১ সালে একই অঞ্চলে আবারও আঘাত হানে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, যার গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। ২০২২ সালের ১৪ অক্টোবর বরিশালে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। যার গতিবেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার।

রিমালের ক্ষত শুকায়নি এখনো
২০২৪ সালের ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানে বরগুনা, সাতক্ষীরা, খুলনা ও পটুয়াখালী এলাকায়। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় কয়েক লাখ পরিবার। কেবল খুলনা অঞ্চলে ১৫ হাজার কাঁচা ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়। অনেক জায়গায় আজও বাঁধ মেরামত হয়নি।
রিমাল পরবর্তী সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় এলাকার ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আর আংশিক ক্ষতি হয়েছে প্রায় এক লাখ ১৫ হাজার ঘরবাড়ি।
এছাড়া কৃষি বিভাগ জানায়, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে শুধু উপকূলীয় বরিশাল অঞ্চলেই ৫০৮ কোটি ৯৭ লাখ ৭২ হাজার টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় এক লাখ ৭৩ হাজার ৪৯১ জন কৃষক। প্রাথমিকভাবে ৪৮টি জেলার কৃষিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ছিল।

এবারের প্রস্তুতি কতটা?
বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় আঘাত হানে উপকূলে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে সরাসরি আঘান হানে। সংশ্লিষ্টরা বলছেন, ঘূর্ণিঝড় নিয়ে ভয় যতটা প্রকৃতির, তার চেয়ে বেশি দুশ্চিন্তা ‘প্রস্তুতির অভাব’ ও ‘আগের ক্ষতি কাটিয়ে না ওঠা’ নিয়ে। প্রাকৃতিক দুর্যোগের রোষানলে পড়ে উপকূলবাসী যেন প্রতি বছর আরও বেশি অসহায় হয়ে পড়ছে।
লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটির (লিডারস) নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, ‘প্রতি বছর ঘূর্ণিঝড় মোকাবিলা উপকূলবাসীর জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানুষ অর্থনৈতিক ক্ষতিটা দীর্ঘদিন বয়ে বেড়াচ্ছে। এই মৌসুম এলেই কৃষক ও খেটে খাওয়া মানুষদের দুশ্চিন্তা বহুগুণ বেড়ে যায়। আগের ঘূর্ণিঝড়গুলোতে ক্ষতিগ্রস্ত হওয়া বহু মানুষ এখনো অসহায় হয়ে আছেন।’
তিনি বলেন, ‘মানুষের অর্থনৈতিক ক্ষতি বিবেচনা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত। প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো যাবে না, কিন্তু যথাসম্ভব প্রস্তুতির মাধ্যমে দুর্যোগকবলিত মানুষকে সর্বোচ্চ সহযোগিতা সম্ভব। এখন থেকে আশ্রয়কেন্দ্রগুলো সংস্কার জরুরি। অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে চায় না, এটা একটা বড় সমস্যা। মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসাটা জরুরি।’
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, ‘আবহাওয়া অফিসের সঙ্গে আমার মিটিং হয়েছে। ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এটা কতটা শক্তিশালী ঘূর্ণিঝড় হবে সে বিষয় এখনো নিশ্চিত না।’
তিনি বলেন, ‘আমরা উপকূলীয় অঞ্চলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। উপকূলীয় উপজেলাগুলোসহ প্রায় সারাদেশে ১৫ কোটি টাকা পাঠিয়েছি। শুকনো খাবার মজুত রাখা আছে। আমাদের যে সাইক্লোন শেল্টার আছে, সেগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি। ৮০ হাজার ভলেন্টিয়ারও আছে। মোটামুটি আমরা প্রস্তুত।’
বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিত কুমার বলেন, ‘ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ, এতে কিছু ক্ষয়ক্ষতি হবে স্বাভাবিক। আর আমরা যেহেতু উপকূলের মানুষ আমাদের প্রায় সব সময় প্রস্তুত থাকতে হয়। এবছরও আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৪১টি সাইক্লোন সেন্টার, ৫শ মেট্রিক টনের ওপরে চাল, শুকনো খাবার ও নগদ ৩০ লাখ টাকার বেশি মজুত রয়েছে। এছাড়া যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী সহায়তা করতে প্রস্তুত জেলা প্রশাসন।’
পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ঘনত্ব বাড়ছে। কিন্তু ঘন ঘন দুর্যোগের মধ্যে পড়ে থাকা উপকূলীয় জনগোষ্ঠী প্রতিবারই নতুন করে গড়ে ওঠার সুযোগ পাচ্ছে না।
ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরিত্রী রক্ষায় আমরার আহ্বায়ক শরিফ জামিল বলেন, ‘ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে প্রস্তুতি ও ঘূর্ণিঝড়কালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী তিনটি স্টেজে স্থানীয় প্রশাসনকে ভূমিকা নিতে হবে। মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দুর্যোগের সময় শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও কর্মসংস্থান জরুরি। নইলে মানুষের দুর্ভোগ বাড়বে, সহনশীলতা কমবে।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
হামলার আগেই পাকিস্তানকে জানায় নয়াদিল্লি, ভারতে চলছে তোলপাড়
হামলার আগেই পাকিস্তানকে জানায় নয়াদিল্লি, ভারতে চলছে তোলপাড়
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন ‘অপারেশন সিঁদুর’ চালানোর আগে পাকিস্তানকে অবহিত করেন তারা। তার এ ‘স্বীকারোক্তির’ পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় ...
ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটি শনিবার (১৭ মে) জানিয়েছে, বাংলাদেশ থেকে শুধুমাত্র ...
এবারও মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
এবারও মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
বছর ঘুরতে আবারও সেই মে মাসেই দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। গত বছর ২৭ মে উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ...
যুদ্ধ জিতেছি, চাই শান্তি- ভারতের প্রতি শেহবাজের আহ্বান
যুদ্ধ জিতেছি, চাই শান্তি- ভারতের প্রতি শেহবাজের আহ্বান
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তীব্র উত্তেজনায় জড়ায় ভারত ও পাকিস্তান। ভারত হামলার দায় পাকিস্তানের কাঁধে চাপিয়ে ‘অপারেশন সিঁদুর’ ...
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পর গতানুগতিক বিষয়টিই যেন কোথায় হারিয়ে গেছে। ট্রাম্প কখন কী বলবেন, ...
নির্বাচনের জন্য ঘেরাও করা লাগলে, এটা হবে দুর্ভাগ্যজনক: সালাহউদ্দিন
নির্বাচনের জন্য ঘেরাও করা লাগলে, এটা হবে দুর্ভাগ্যজনক: সালাহউদ্দিন
আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে, তা ...
আইএসপিআরের বিজ্ঞপ্তি: ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো
আইএসপিআরের বিজ্ঞপ্তি: ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো
রোববার (১৮ মে) থেকে রাজধানীর কচুক্ষেত সড়ক, জাহাঙ্গীর গেট এলাকা, মহাখালী ফ্লাইওভার এলাকা, সৈনিক ক্লাব মোড় ও ইসিবি চত্বরসহ বেশ ...
সোনার দাম বাড়লো, ভরি ১৬৭০৯৮ টাকা
সোনার দাম বাড়লো, ভরি ১৬৭০৯৮ টাকা
দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ১ ...
আন্দোলন আন্দোলন: লাভ ক্ষতি
আন্দোলন আন্দোলন: লাভ ক্ষতি
ঢাকা, রাজনীতি-শুধু রাজনীতি কেন্দ্র নয়, রাজনীতি ও আন্দোলনের বিন্দুও। এখানে বসবাস করে কোটি কোটি মানুষ। এই শহর রাজ পথ বারবার ...
১০
সাংবাদিক শাহজাহান কমর স্মৃতি সংসদের আত্ব প্রকাশ
সাংবাদিক শাহজাহান কমর স্মৃতি সংসদের আত্ব প্রকাশ
বরেণ্য আমাদের কাছে আমাদের জিনিষের রিপোর্ট মফস্বল বলে, সদ্য প্রয়াত শাহজাহান কমরেক সাংবাদিক শাহজাহান কমর স্মরণ সংসদের কমিটি গঠন করা ...
 
‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন
‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদেও প্রথম বিদেশ সফর করলেন সৌদি আরবে। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)-এর প্রতি ...
তীব্র গরমে হিট স্ট্রোক কেন হয়? ঝুঁকিমুক্ত থাকতে করণীয়
তীব্র গরমে হিট স্ট্রোক কেন হয়? ঝুঁকিমুক্ত থাকতে করণীয়
তীব্র গরমের সময় সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকি থাকে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার। হিট স্ট্রোকের মূল কারণ পানিশূন্যতা বা ডিহাইড্রেশন। বয়স্ক, ...
ঘুমের মধ্যে কথা বলেন? কেন এমন হয় জানুন
ঘুমের মধ্যে কথা বলেন? কেন এমন হয় জানুন
ঘুমিয়ে আছেন। হঠাৎ পাশে শোয়া ব্যক্তি ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলে উঠল। কিংবা ঘুম থেকে ওঠার পর কেউ জানাল ...
চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে উদ্বোধন হয়েছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার। শনিবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ফিতা ...
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৩ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ মে) গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে ...
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টা-গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টা-গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের পর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থী বর্তমানে ...
সড়ক দুর্ঘটনায় নিহত রামুর দক্ষিণ মিঠাছড়ির বাসিন্দা সাইফুল ও আজাদের সৌদি আরবে দাফন সম্পন্ন
সড়ক দুর্ঘটনায় নিহত রামুর দক্ষিণ মিঠাছড়ির বাসিন্দা সাইফুল ও আজাদের সৌদি আরবে দাফন সম্পন্ন
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বাসিন্দা  সাইফুল এবং আজাদের দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার ১৬ মে ...
রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন পরিচালিত রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার, ১৬ মে ৫টি পদে গোপন ...
কালিহাতীতে অবৈধ বালুঘাটে যৌথ বাহিনীর অভিযান : জরিমানা আদায়
কালিহাতীতে অবৈধ বালুঘাটে যৌথ বাহিনীর অভিযান : জরিমানা আদায়
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা  পউলী ব্রিজ সংলগ্ন ঘাট ও বিনোদলহুরিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু বিক্রির  অভিযোগে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ...
১০
সুযোগ হারালেন টিউলিপ, জারি হতে পারে রেড অ্যালার্ট: দুদক চেয়ারম্যান
সুযোগ হারালেন টিউলিপ, জারি হতে পারে রেড অ্যালার্ট: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে সাড়া দিয়ে নির্দিষ্ট দিনে হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com