![]() পল্লবী থানা থেকে আসামি উধাও
নতুন বার্তা, ঢাকা:
|
![]() পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে আদালতের গাড়িতে অন্য আসামিদের সঙ্গে শফিকুলকে তুলে দিতে পল্লবী থানার হাজত খানা থেকে বের করা হয়। গাড়িতে তোলার সময় আসামি শফিকুল ইসলাম হ্যান্ডকাফ খুলে কৌশলে পালিয়ে যায়। পুলিশ তার পিছু নিয়েও ধরতে ব্যর্থ হয়। আসামি শফিকুলকে ধরার জন্য পল্লবী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। |