![]() ৪৯ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারি গ্রেফতার
নতুন বার্তা, ঢাকা:
|
![]() গত ১৩ মে তারিখ রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারি'কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো: আঁখি আক্তার (২৫), রুমা আক্তার (৩০), ইয়াসমিন ওরফে ইয়ামিন (৩০), ও মোঃ আরমান (৩৫)। র্যাব-৪ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর পল্লবী থানাসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে র্যাব-৪ নিশ্চিত করে। |