![]() প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের সহধর্মিনীর ইন্তেকালে আল্লামা মামুনুল হকের শোক
নতুন বার্তা, সিলেট:
|
![]() রোববার (২৫ মে) বিকালে নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমার ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা রহমত উল্লাহ, জেলা সভাপতি শায়খ মাওলানা ইকবাল হোসাইন, সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হক, মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা রেজাউল হক, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওরানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সৈয়দ জয়নুল ইসলাম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা হিফজুর রহমান হেলাল, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ সাদিক, লন্ডন মহানগর সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন। উল্লেখ্য, মরহুমা ২৪ মে শনিবার দিবাগত রাত ১২টায় নিজ বাসায় ইন্তেকাল করেন। রোববার বাদ জোহর নয়াসড়ক মসজিদে মরহুমার ২য় ছেলে জামেয়ার নায়বে মুহতামিম মুফতি মাওলানা আব্দুর রহমান ইউসুফ জানাযার নামাজে ইমামতি করেন। জানাযার নামাজে সিলেটের বিপুল সংখ্যক আলেম উলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন। পরে মানিকপীরস্থ কবরস্থানে দাফন করা হয়। |