![]() শ্রমিকনেতার মুক্তির দাবিতে সিলেটে হোটেল শ্রমিকের বিক্ষোভ
নতুন বার্তা, সিলেট:
|
![]() সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফলে অর্ন্তবর্তীকালীন সরকার গত ৫ মে নি¤œতম মজুরি গেজেট প্রকাশ করে। নি¤œতম মজুরির গেজেট সহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে শ্রমিকরা তাদের ন্যায়সংগত দাবি ও অধিকার বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে তখন মালিকগোষ্ঠী তাদের ধারাবাহিক ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসেবে হোটেল শ্রমিকদের আন্দোলন দমনের লক্ষ্যে শ্রমিকনেতাকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়। শ্রমিকনেতার গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনা জেলা শহরের সকল শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। বিক্ষোভ থেকে নেতারা মালিকগোষ্ঠীর সকল ধরনের ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে শ্রমিক শ্রেণির ঐক্য ও সংগ্রাম জোরদার করে দাবি ও অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে সারাদেশে কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে শ্রমিক নেতা আনোয়ার হোসেনকে অবিলম্বে মুক্তির জোর দাবি জানান। |