আজ শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ০৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ
 / মতামত / অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনির বিস্ময়কর প্রত্যাবর্তন
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনির বিস্ময়কর প্রত্যাবর্তন
রায়হান আহমেদ তপাদার:
Published : Friday, 9 May, 2025 at 1:09 AM
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনির বিস্ময়কর প্রত্যাবর্তনঅস্ট্রেলিয়ার নির্বাচনে ভূমিধস জয় পেয়ে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মধ্য বামপন্থী লেবার পার্টির অ্যান্থনি আলবানিজ। এই নিয়ে টানা দ্বিতীয় বারের মতো তিন বছরের মেয়াদে জয়লাভ করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এই জয়ের মাধ্যমে তিনি ২১ বছরের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে টানা দুই মেয়াদে বিজয়ী হলেন। ডানপন্থী বিরোধী নেতা পিটার নির্বাচনে পরাজয় মেনে নিয়ে আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই পরাজয়ের পেছনে নির্বাচনী প্রচারণায় যথেষ্ট ভালো করতে না পারাকে দায়ী করেন। ডাটন বলেন, লেবার পার্টির জন্য এটি একটি ঐতিহাসিক জয়। আমি তা স্বীকার করে আলবানিজকে অভিনন্দন জানিয়েছি। এবারের সাধারণ নির্বাচনে লক্ষ লক্ষ অস্ট্রেলিয়ান নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বছরের শুরুতে জনপ্রিয়তা কমে যাওয়ায় অনেকে ভেবেছিলেন আলবানিজ পরাজয়ের দিকে এগোচ্ছেন। তবে শেষ পর্যন্ত তিনি জোরালো প্রচারণার মাধ্যমে বিরোধী নেতা ডাটনকে পরাজিত করেন। এই বিজয়ের মাধ্যমে লেবার পার্টি আবারও সরকারের নেতৃত্বে আসছে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবারের নির্বাচনী প্রচারণায় প্রাধান্য বিস্তার করেছে মূলত মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার এবং আবাসন সংকট। এই নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু ছিল জীবনযাত্রার ব্যয়, ভেঙে পড়া সরকারি স্বাস্থ্যসেবা, নাগালের বাইরে চলে যাওয়া আবাসন ব্যয় এবং দ্বিতীয়বার ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্পের কীর্তিকলাপ। বিস্ময়কর হলেও সত্য, আশি বছরের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দলীয় লিবারেল পার্টি এমন একটি বিপর্যয় দেখল, যার অভিঘাত শুধু একটি দল বা একজন নেতার নয়-এটা গোটা রক্ষণশীল রাজনীতির এক চরম আত্মসমালোচনা- র উপলক্ষ হয়ে উঠেছে।

অন্যদিকে অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টির চমকপ্রদ বিজয় এটি। ফলে স্বাভাবিকভাবেই লেবার পার্টি হয়ে উঠেছে আরও আত্মবিশ্বাসী, আরও দায়িত্বশীল। কিন্তু ফলাফলের আগে চমকপ্রদ জয়-পরাজয় নিয়ে অস্ট্রেলিয়াজুড়ে ছিল অনিশ্চয়তার এক দোলাচল। সন্ধ্যা থেকে ভোটের ফলাফল আসামাত্রই টেলিভিশন পর্দায় চোখ রাখতেই দেখা গেল, কুইন্সল্যান্ডের ডিকসন আসনে ফলাফলের টালমাটাল সূচক হঠাৎ এক লাল রেখায় রঙিন হয়ে উঠেছে। পিটার ডাটন, যিনি ২৪ বছর ধরে এই আসনের দাপুটে নেতা ছিলেন এবং অনেকের ধারণা ছিল এবারের সম্ভাব্য প্রধানমন্ত্রী-তিনি হেরে গেছেন। হারিয়েছেন এক নারী প্রার্থী, আলি ফ্রান্স, যিনি লেবার পার্টির হয়ে লড়ছিলেন। অস্ট্রেলিয়ার রাজনীতিতে এটি ছিল এক প্রতীকী মুহূর্ত। পুরুষতান্ত্রিক নেতৃত্ব, রক্ষণশীল ভাবমূর্তি এবং ক্ষমতার যাওয়ার দম্ভ একটিমাত্র জনগণের রায়ে কীভাবে ধুলোয় মিশে যায়, তার এক বাস্তব উদাহরণ যেন এই ফলাফল। অন্যদিকে দৃঢ় কিন্তু শান্ত কণ্ঠে যখন অ্যান্থনি আলবানিজ জাতির উদ্দেশে তাঁর বিজয় ভাষণ দিচ্ছিলেন, তখন সেখানে ছিল না কোনো জয়জয়কারের চিৎকার, বরং ছিল দায়িত্বের ভারগ্রস্ত এক কণ্ঠস্বর। তিনি বললেন, ‘প্রধানমন্ত্রিত্ব আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব।’ লেবার পার্টির জন্য এই জয় শুধু সংখ্যাগরিষ্ঠতার নয়, এক অভ্যন্তরীণ আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও জয়। ৮৯টি আসনে জয়-যা আগের তুলনায় ১৪টি বেশি-এই ফল শুধু কৌশলের নয়, আদর্শিক অবস্থানেরও বহিঃপ্রকাশ। এই নির্বাচনের ফলাফলে যেমন রয়েছে পরিসংখ্যানের বিস্ময়, তেমনি রয়েছে সামাজিক পরিবর্তনের স্পষ্ট ছাপ।

ভোটাররা যেন বলেই দিয়েছেন-পুরোনো কথার মোড়ক আর বিশ্বাসযোগ্য নয়। মানুষের প্রত্যাশা এখন বদলেছে এবং রাজনীতিকে সেই বদলের প্রতিচ্ছবি হতে হবে।লিবারেল পার্টির পতনের গল্পটা কিন্তু হঠাৎ ঘটেনি। এটা আসলে ধীরে ধীরে তৈরি হওয়া এক রাজনৈতিক নিঃসঙ্গতার ফল। বহুদিন ধরেই দেখা যাচ্ছিল, দলটি মূলত করপোরেট শ্রেণির সুবিধাকে প্রাধান্য দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের বাস্তবতা উপেক্ষা করে তারা বারবার পাশ কেটে গেছে। অথচ এই পুরো দশকই অস্ট্রেলিয়ার মানুষ গরমে পুড়েছে, বন্যায় ভেসেছে, ঝড়ে ছিন্নভিন্ন হয়েছে। এই জলবায়ু সংকটে যারা চুপ থেকেছে, তারা যে ভোটারদের হৃদয়ে স্থান হারাবে, তা অনুমান করা কঠিন ছিল না। তবে শুধু জলবায়ুই নয়। এই নির্বাচনের ভেতরে চাপা পড়ে ছিল নারীদের দীর্ঘ ক্ষোভ, অসম সামাজিক ন্যায়বিচার, অভিবাসীদের প্রতি অবহেলা ও অর্থনৈতিক অনিশ্চয়তা। সংসদ ভবনের অভ্যন্তরে নারীদের হয়রানির ঘটনাগুলো লিবারেল পার্টির ভেতরের অবক্ষয় তুলে ধরেছিল। আর একই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন দ্রুত বেড়েছে। বাসাভাড়া থেকে শুরু করে সুপারমার্কেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন আকাশছোঁয়া, তখন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ নিশ্চুপ থাকেনি। যদিও লেবার পার্টি-ই ক্ষমতায় ছিল গত তিন বছর;তবু বাস্তবতা না এড়িয়ে এই অভিজ্ঞতাগুলোকে মাথায় রেখেই তাদের প্রচারণা সাজিয়েছিল। স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের মতো মৌলিক বিষয়ে নজর দিয়েছে, যা সরাসরি মানুষ বিশ্বাস করেছে। এদিকে অভিবাসন ও আদিবাসী অধিকার প্রশ্নে লিবারেল পার্টি প্রায় নির্লিপ্ত থেকে গেছে। ভয়েস টু পার্লামেন্ট নামে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার যে প্রস্তাব, লেবার সেখানে শক্ত অবস্থান নিয়েছে, আর লিবারেল সেখানে না বলেছে। সেই না-এর প্রতিধ্বনি এবার ব্যালট বাক্সে ফিরে এসেছে।

এই নির্বাচনের আরেক চমক অবশ্য স্বতন্ত্র প্রার্থীদের উত্থান।বিশেষ করে,টিল ইনডিপেনডেন্টস নামে পরিচিত একঝাঁক প্রার্থী, যাঁরা মূলধারার দলগুলোর বাইরে থেকে এসে পরিবেশ, নারীর অধিকার ও স্বচ্ছতা নিয়ে সরব হয়েছেন।তাঁদের প্রতি ভোটারদের আস্থা বেড়েছে। তাঁরা দেখিয়েছেন, রাজনীতি মানেই দলবাজি আর ফাঁকা বুলি নয়, বরং জনগণের কাছে জবাবদিহি মূলক দায়িত্বও হতে পারে।লেবার পার্টির এই জয়ের পেছনে অবশ্যই ব্যক্তিগত এক কৌশলী নেতৃত্বের নাম উঠে আসে আলবানিজ। তিনি রাজনীতির মঞ্চে চমক সৃষ্টি করেন না, মাইক হাতে গর্জে ওঠেন না। কিন্তু তাঁর বাম মধ্যপন্থা আদর্শ, স্থির ও ধৈর্যশীল মনোভাব অস্ট্রেলিয়ার জনগণের মধ্যে একধরনের আস্থা তৈরি করেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন মেডিকেয়ার আরও সম্প্রসারিত হবে, উচ্চশিক্ষা আরও সহজলভ্য হবে এবং শিশুযত্নসহ পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা হবে। এই ফলাফল বিশেষ করে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে এনেছে। লিবারেল জোট ক্ষমতায় এলে স্কিলড অভিবাসীদের সংখ্যা হ্রাস, ওয়ার্ক ভিসার শর্ত কঠোর হওয়া এবং স্টুডেন্ট ভিসার ফি বৃদ্ধি ও নিয়মে জটিলতা। সবচেয়ে বড় কথা, প্রায় ২৫ শতাংশ অভিবাসী হ্রাস। এই সবকিছুই অভিবাসীদের হতাশ করছিল। লেবার পার্টির নীতিগত অবস্থান অভিবাসীবান্ধব এবং এই সরকার ক্ষমতায় আসার ফলে বিশেষত স্বাস্থ্য, প্রবীণদের যত্ন এবং প্রযুক্তি খাতে দক্ষ অভিবাসীদের নতুন সুযোগ তৈরি হবে বলেই ধারণা। তবে জয় মানেই সব সমস্যার সমাধান নয়।আলবানিজের সামনে এখন বিশাল এক দায়িত্ব। সাধারণ জীবনযাত্রার ব্যয় সংকোচন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিশ্বমন্দার সম্ভাব্য ধাক্কা সামাল দেওয়া, গৃহনির্মাণ সংকট ও জলবায়ু সংকটে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ। 

মানুষ ভোট দিয়েছে আশায় এবং সেই আশা পূরণ না হলে এই বিজয়ের উল্লাসও খুব তাড়াতাড়ি ফিকে হয়ে যেতে পারে। আর লিবারেল পার্টির জন্য এখন সংশোধনীর সময়। পুরোনো চাল আর পুরোনো মুখ নিয়ে তারা আগামীর রাজনীতিতে টিকতে পারবে না। নারীর নেতৃত্ব, সামাজিক ন্যায়বিচার ও জলবায়ু এবং অভিবাসনভাবনা নিয়ে যদি নতুন করে দল পুনর্গঠিত না হয়, তবে আগামী কয়েক দশকেও হয়তো ক্ষমতার মুখ দেখা তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। অস্ট্রেলিয়ার এই নির্বাচনী ফলাফল তাই শুধু একটি সরকার নতুন করে ক্ষমতায় আসা কিংবা আরেকটির উত্থান নয়।এটি এক গভীর মানসিক পরিবর্তনের প্রতিফলন। রাজনীতির যে ভাষা গত শতকের দিকে চেয়ে তৈরি হয়েছে, সেই ভাষা আজ আর গ্রহণযোগ্য নয়। এখন মানুষ চায় সহানুভূতি, বাস্তবতা ও সমতার রাজনীতি। অস্ট্রেলিয়া সেটা করে দেখিয়েছে। আলবানিজ তার বিজয়ী ভাষণে বলেন, ‘বিশ্বজুড়ে চলমান অনিশ্চয়তার সময়েও অস্ট্রেলিয়ানরা আশাবাদী। তারা বিশ্বাস করছে, অস্ট্রেলিয়ান মূল্যবোধ দিয়েই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।' অর্থনৈতিক নানা সংকট আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ঘোর বিরোধিতা করে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন অ্যান্থনি। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রক্ষণশীল প্রার্থী পিটার ডাটনকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। বিশ্লেষকরা বলেছেন, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির এই সময়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ধীরস্থির ও স্থিতিশীল নেতৃত্ব দেশটির ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিপরীতে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন তার কট্টর মনোভাব ও নীতির কারণে জনসমর্থন হারিয়েছেন।

বিশ্বজুড়ে যখন অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে, তখন ভোটাররা স্থিতিশীল ও সংবেদনশীল নেতৃত্বের দিকেই ঝুঁকেছেন। সিডনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক হেনরি মাহার বলেন, 'অস্থির এই সময়ে মানুষ সাধারণত এক ধরনের নির্ভরযোগ্য নেতৃত্বে ফিরে যেতে চায়।’ তারা আরও বলছেন, যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করা ইলন মাস্কের সরকারি খাতের ব্যয় হ্রাসের মতো ডাটনের ঘোষিত নীতি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। একইসঙ্গে, তার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবকেও অনেকে ঝুঁকিপূর্ণ ও বাস্তবতা-বর্জিত বলে মনে করেছেন। বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফলাফল শুধু অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনার জন্য নয়, বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে।

লেখক: গবেষক ও কলাম লেখক 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
স্বর্ণের উৎপত্তি হলো কিভাবে?
স্বর্ণের উৎপত্তি হলো কিভাবে?
সোনা ও অন্যান্য ভারী মৌল কোথা থেকে এসেছে—এই প্রশ্ন বহুদিন ধরেই জ্যোতির্বিজ্ঞানের এক বড় রহস্য হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে ...
এসব লক্ষণ দেখে বুঝবেন শরীরে হাঁপানি বাসা বেঁধেছে
এসব লক্ষণ দেখে বুঝবেন শরীরে হাঁপানি বাসা বেঁধেছে
হাঁপানি হল একটি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ। যা শ্বাসনালীতে প্রদাহ এবং সংকীর্ণতার কারণে ঘটে। এই রোগের কারণে শ্বাস নিতে কষ্ট হয়। যে ...
‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা
‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ‘ব্যান ...
মধ্যরাতে আইভীর বাসায় অভিযান, অবরুদ্ধ পুলিশ
মধ্যরাতে আইভীর বাসায় অভিযান, অবরুদ্ধ পুলিশ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটকের জন্য অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় আইভীর বাড়িতে অভিযানের ...
আবদুল হামিদের দেশত্যাগ: তদন্ত কমিটি গঠন, এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: তদন্ত কমিটি গঠন, এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান ...
ফুলবাড়ীতে সন্ত্রাসী চাঁদা বাজদের বিরুদ্ধে রশিদপুর গ্রামবাসীর ঘন্টা ব্যাপি মানববন্ধন
ফুলবাড়ীতে সন্ত্রাসী চাঁদা বাজদের বিরুদ্ধে রশিদপুর গ্রামবাসীর ঘন্টা ব্যাপি মানববন্ধন
ফুলবাড়ী উপজেলা রশিদপুর গ্রামে চাঁদাবাজদের বিরুদ্ধে কাজিহাল ইউপির রশিদপুর গ্রামের আনছারুল ইসলাম ও ভুক্তভুগীরা ফুলবাড়ী দিনাজপুর মহাসড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন ...
আনন্দ বাজারে ইউপি সদস্যের দূর্নীতির বিরুদ্ধে ও অপসারণরে দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
আনন্দ বাজারে ইউপি সদস্যের দূর্নীতির বিরুদ্ধে ও অপসারণরে দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউপি সদস্য মোঃ আবুবক্কর সিদ্দিক বাবুর দূর্নীতি ও তাকে অপসারণের দাবীতে আনন্দবাজারে চাঁচেয়া গ্রামের জনসাধারণের ঘন্টাব্যাপি ...
বিশ্বকবির জন্ম জয়ন্তীতে নতুন রুপে আত্রাইয়ের রবীন্দ্র কুঠিবাড়ি
বিশ্বকবির জন্ম জয়ন্তীতে নতুন রুপে আত্রাইয়ের রবীন্দ্র কুঠিবাড়ি
পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। বিশেষ এই দিনটিকে ঘিরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর গ্রামে কাছারি বাড়িতে উৎসবের আমেজ ...
বোয়ালখালীতে অবৈধ মাটি বিক্রির দায়ে অর্থদণ্ড
বোয়ালখালীতে অবৈধ মাটি বিক্রির দায়ে অর্থদণ্ড
চট্টগ্রামের বোয়ালখালীতে ফসলি জমি থেকে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে মো.জুয়েল নামের এক মাটি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ...
১০
বাংলাদেশ-ভারত সীমান্ত: সিলেটে জরিপ কাজে বাধা
বাংলাদেশ-ভারত সীমান্ত: সিলেটে জরিপ কাজে বাধা
যৌথ জরিপ দলকে গ্রামবাসীর বাধা। বাধার মুখে ফিরে যায় জরিপ দল ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা  এমনটাই চলছে এখন ...
 
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের সাথে অসদআচারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের সাথে অসদআচারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নামধারী কতিপয় যুবকের চিকিৎসকদের সাথে অসদআচারণের প্রতিবাদ করেছেন চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসক সমাজ। সোমবার (৫ মে) ...
গড্ডিমারী আলিয়া মাদরাসার উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা
গড্ডিমারী আলিয়া মাদরাসার উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী আলিয়া মাদরাসার পুন:প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল ...
১৭বছর পর ভোটের আমেজ পেয়েছে টুমচরের বিএনপির নেতাকর্মীরা
১৭বছর পর ভোটের আমেজ পেয়েছে টুমচরের বিএনপির নেতাকর্মীরা
বিগত ১৭বছর ভোট থেকে বঞ্চিত ছিলো বিএনপির নেতাকর্মীরা। ভোটের যে স্বাদ তা ভোগ করতে পারে নি তারা। তাই তো দীর্ঘদিন ...
কড়াইল বস্তির চাঁদাবাজির নিয়ন্ত্রণে এখন যারা
কড়াইল বস্তির চাঁদাবাজির নিয়ন্ত্রণে এখন যারা
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তির প্রভাবশালী কিছু নেতা এলাকা থেকে পালালেও চাঁদাবাজি, ...
অষ্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
অষ্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নিউ সাউথ ওয়েলস, অষ্ট্রেলিয়া শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত ...
রাখাইন পরিস্থিতি রোহিঙ্গা সংকট ও মানবিক করিডোর
রাখাইন পরিস্থিতি রোহিঙ্গা সংকট ও মানবিক করিডোর
বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশীরভাগ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে এবং পুরো রাজ্যের নিয়ন্ত্রন নেয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে ...
যে ভিটামিন আপনার পুরুষত্ব বাড়াবে
যে ভিটামিন আপনার পুরুষত্ব বাড়াবে
টেস্টোস্টেরনকে বলা হয় যৌন হরমোন। এটি উৎপাদনের জন্য অপরিহার্য, ভিটামিন এ ডিম, দুধ, মাংস, কমলা বা হলুদ ফল এবং শাকসবজি। ...
বদলে যাচ্ছে লাইসেন্স কাঠামো: বড় সংস্কার আসছে টেলিকম নীতিমালায়
বদলে যাচ্ছে লাইসেন্স কাঠামো: বড় সংস্কার আসছে টেলিকম নীতিমালায়
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের লাইসেন্সিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি প্রকাশিত ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ...
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিরোধের নেপথ্যে কী আছে
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিরোধের নেপথ্যে কী আছে
গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। মূলত পর্যটকদের নিশানা করা হয়েছিল। এই ঘটনার ...
১০
‘সাময়িকভাবে’ বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট
‘সাময়িকভাবে’ বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট
বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট চলাচল ‘সাময়িকভাবে’ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২ মে) থেকে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।বিষয়টি নিশ্চিত করে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com