![]() মগবাজারে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নতুন বার্তা, ঢাকা:
|
![]() সোমবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের সূত্র দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার বড় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাতেন, সাগর ও উর্মিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর রমনা ও ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রেখেছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। |