![]() সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত
নতুন বার্তা, ঢাকা:
|
![]() মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে এ কথা জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ । এর আগে বেলা পৌনে ৩টায় এ বৈঠক শুরু হয়। ভূমিসচিব বলেন, আজ আন্দোলনকারীদের কথা শুনেছি। তাদের কথা আগামীকাল সকাল ১০টায় মন্ত্রিপরিষদসচিবকে জানানো হবে। এ অবস্থায় কর্মচারীরা আগামীকাল কোনো কর্মসূচি করবেন না। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে শনিবার (২৪ মে) থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। চতুর্থ দিনের মতো মঙ্গলবার তারা সচিবালয়ে বিক্ষোভ করেন। তবে এদিন সচিবালয় ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়ের প্রবেশপথে মোতায়েন ছিল সোয়াত, র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। |