![]() তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সেই চারজনের চিকিৎসা শুরু
নতুন বার্তা, ঢাকা:
|
![]() সোমবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ড্যাবের সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এম আর হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চার যুবকের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে যান। প্রতিনিধি দলটি যুবকদের চিকিৎসা বিষয়ে তদারকি করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আরো উন্নত ব্যবস্থার নির্দেশ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান। উল্লেখ্য, রোববার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চার যুবকের চিকিৎসা প্রসঙ্গে আশ্বস্ত করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজন হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)। |