![]() চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
![]() সদর উপজেলার গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের হাদি আয়নাল মন্ডলের ছেলে আমিনুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোহাম্মদ আজিজুল ইসলাম, বারোঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত মুনতাজ মন্ডলের ছেলে মো. আবুল বাশার, সদর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ও মহারাজপুর ইউনিয়নের মৃত সতেমান মন্ডলের ছেলে মো. নূরুল হুদা। শিবগঞ্জ উপজেলার গ্রেফতারকৃতরা হচ্ছেন- চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী মাস্টার (৫৫) এবং চককীর্তি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন (৩০)। নাচোল উপজেলায় গ্রেফতারকৃতরা হলেন- নাচোল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম (৫৭), নিতাই চন্দ্র বর্মণ (৫৮), আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম (৫০), আওয়ামী লীগ কর্মী মো. বাবুল হক। ভোলাহাট উপজেলায় গ্রেফতারকৃতরা হলেন- যুবলীগ নেতা মনোয়ার হোসেন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সাত্তার। এছাড়া গোমস্তাপুর উপজেলায় গ্রেফতার হয়েছেন উপজেলা কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম আনসারী (৫৫)। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা জুড়ে বিশেষ অভিযানে গত দুই দিনে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার সদর উপজেলায় ৮ জন, শিবগঞ্জ উপজেলায় ৪ জন, নাচোল উপজেলায় ৯ জন, ভোলাহাট উপজেলায় ৩ জন এবং গোমস্তাপুর উপজেলায় ২ জন মোট ২৬ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। |