![]() লক্ষ্মীপুরে ব্যালট পেপারের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছে বিএনপির নেতাকর্মীরা
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
![]() শুক্রবার ০৯ মে ৫নং ওয়ার্ডে প্রতিনিধি নির্বাচনে চলে ভোট উৎসব।এতে দেখা যায় প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্ট, গোপন কক্ষ। এছাড়া ভোটাররা ভোট দিচ্ছেন ব্যালট পেপারের মাধ্যমে। ভোট উৎসব পরিদর্শনে আসেন লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেল,যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, জামাল হোছাইন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মামুন, এম মমিন, রাকিব হোসেন সুজন, মুক্তার হোসেন প্রমূখ। পরিদর্শনে শেষে আবুল খায়ের ভূঁইয়া বলেন অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন, তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কীভাবে দেশত্যাগ করেছেন? সরকারের প্রত্যক্ষ সহযোগিতা এবং কোনো বাহিনীর সহযোগিতা ছাড়া কেউ পালাতে পারে না। এ ঘটনায় শুধু কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করে দায়িত্ব এড়ানো যাবে না। |