![]() সংস্কার করে দ্রুত সময়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন :খায়ের ভূঁইয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
![]() শনিবার (১০ মে) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা মজিবুল হক একডিমেতে ওয়ার্ড পর্যায়ে নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে নেতা নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়েছেন বিএনপির সদস্যরা। আবুল খায়ের ভূঁইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘমেয়াদের জন্য নয়। তত্ত্ববধায়ক সরকার সুনির্দিষ্ট একটা সময়। তবে আমাদের সংবিধানে আছে তিন মাস। ড. মুহাম্মদ ইউনুস যদি ব্যর্থ হয় তাহলে সেটি হবে আমাদের জন্য ব্যর্থতা। আবার স্বৈরশাসকের পুনরাবৃত্তি ঘটতে পারে। অত্যন্ত সতর্কতার সহিত ইউনুস সাহেবের সরকারকে আমরা বলেছি, যে সমস্ত সংস্কার করে অতিদ্রুত সময়ে নির্বাচন করা যায়, সে সমস্ত সংস্কার করে দ্রুত সময়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তত্ত্ববধায়ক সরকার বিদায় নেওয়া উচিত। এখানে আমরা টার্গেট দিয়েছি ডিসেম্বর পর্যন্ত। এরমধ্যে যদি তিনি ব্যর্থ হয়, তাহলে আমাদেরকে বিকল্প চিন্তাভাবনা করতে হবে। তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিশোরগঞ্জ থেকে এসে ঢাকা বিমাবন্দর দিয়ে পালিয়েছে। এজন্য কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতি পালিয়ে যায়, তত্ত্ববধায়ক সরকার আছে, কিন্তু তারা জানে না। এরআগে বলেছে তাদের কাছে ৬৩০ জনের মতো আশ্রয় চাইছে। তাদেরকেও এখন খুঁজে পাওয়া যায় না। কাউকে ইংল্যান্ডে, কাউকে কলকাতায় ও কাউকে আমেরিকায় দেখা যায়। তারা বাংলাদেশের বর্ডার কিভাবে ক্রস করলো? এরমধ্যে আওয়ামী লীগের বিগত স্বৈরাচারের দোসররা জড়িত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট হারুনুর রশিদ বেপারী, রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমু ইসলাম মিঠু, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, রায়পুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন ও এডভোকেট এমরান হোসেন প্রমুখ। |