![]() উমর গুলকে ‘না’ বিসিবির, কোচ হয়ে আসছেন কে?
নতুন বার্তা, ঢাকা:
|
![]() জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অ্যাডামসের কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট নয়। বিশেষ করে দলের পেস বোলিং ইউনিটের উন্নতি নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক জিম্বাবুয়ে সিরিজে তিনি দলের সঙ্গে ছিলেন। কিন্তু বর্তমানে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যে ট্রেনিং ক্যাম্প চলছে, সেখানে তার দেখা পাওয়া যাচ্ছে না। এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে। অ্যাডামসকে ছাঁটাই করা হবে কি না, তা নিশ্চিত নয়। তবে তিনি আর বাংলাদেশে থাকছেন না, তা একরকম নিশ্চিতই বলা চলে। বিসিবি ইতোমধ্যে নতুন পেস বোলিং কোচ খুঁজতে শুরু করেছে এবং আলোচনার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট। তিনি এর আগে পাকিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। অভিজ্ঞতার দিক দিয়ে তাকেই এগিয়ে রাখছে বিসিবি। শুরুতে এই ভাবনায় টেইটের সঙ্গে ছিলেন উমর গুলও। দুজনকে নিয়েই বিসিবি ভেবেছে। তবে শেষ পর্যন্ত টেইট এগিয়ে গেছেন অভিজ্ঞতার দিক থেকে। আন্তর্জাতিক কোচিংয়ের দিক থেকে টেইট উমর গুল থেকে অনেকটাই এগিয়ে। এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। তবে জাতীয় দল এই মাসের মাঝামাঝিতে সংযুক্ত আরব আমিরাতে রওনা দেওয়ার আগে কোচিং স্টাফ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। টাইগারদের পেস বোলিং বিভাগ দীর্ঘদিন ধরেই স্থিতিশীল নয়। একের পর এক পরিবর্তন এসেছে কোচিং পজিশনে। এই ধারাবাহিকতা বজায় রেখে শিগগিরই নতুন কাউকে তাসকিন-শরিফুলদের কোচ হিসেবে নিয়োগ দেবে বিসিবি। |