পরিবেশ বান্ধব সবুজ বাংলাদেশ নির্মাণের লক্ষে বৃহস্পতিবার (৮ মে) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কলাতলী বীচে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন মইনীয়া যুব ফোরাম। সকাল ১১টায় অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সোহেল আহমেদ। তিনি বলেন, পৃথিবীতে এ পর্যন্ত প্রায় ৩০ কোটি টন প্লাস্টিক বর্জ্য জমা রয়েছে। প্রতিবছর উৎপাদিত হচ্ছে প্রায় ৩৮১ কোটি টন প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্য, যার মধ্যে প্রায় ৫০ শতাংশ মাত্র একবার ব্যবহার হচ্ছে এবং শুধু শতকরা ৯ ভাগ পুনর্ব্যবহার করা হয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষন রোধ কল্পে প্লাস্টিক মুক্ত সবুজ বাংলাদেশ বিনির্মাণে সরকারি-বেসরকারি, সামাজিক প্রতিষ্ঠান সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি এই সংগঠনের মহতি উদ্যোগ কে সাধুবাদ জানান এবং স্বেচ্ছাসেবী সকল কে আন্তরিক অভিবাদন জানান। এ অভিযানের মাধ্যমে কক্সবাজার তথা বাংলাদেশের প্রতিটি নগরী পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে প্রতিষ্ঠা পাবে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন উদ্বুদ্ধ হয়ে তার নিজ নিজ শহরকে পরিষ্কার রাখার ঐকান্তিক ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন সোহেল আহমেদ। সংগঠনের সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী বলেন, যেখানে-সেখানে ময়লা আবর্জনা, ড্রেনের পানি নিষ্কাষন, যত্র-তত্র প্লাস্টিক ও প্লাস্টিক বর্জ্য পড়ে থাকার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। ফলে বাড়ছে নানা প্রকার রোগব্যাধি। এ থেকে পরিত্রাণ পেতে হলে এবং শিশুদের বসবাসের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তর নিবন্ধিত মইনীয়া যুব ফোরাম একটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠন। এই সংগঠনের উদ্যোগে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের গর্বের প্রতীক। কক্সবাজারের সাধারণ জনগণ ট্যুরিস্ট এবং অন্যান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ কে পরিষ্কার পরিচ্ছন্নতার সচেতনতায় লিফলেট বিতরণ এব কক্সবাজার শহরে পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরোও বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্ন ঈমানের জন্য যেমন পরিচ্ছন্ন মানুষ প্রয়োজন ঠিক তেমনি পরিচ্ছন্ন নগরী কে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়োজন। সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন বলেন, আমরা পরিছন্ন অভিযান শুরু করেছি আপনারা এ অভিযান কে সর্বদা চলমান রাখুন আপনার নগরীকে পরিচ্ছন্ন রাখুন তবেই আপনার নগরী বিশ্বের দরবারে একটি পরিচ্ছন্ন উন্নত নগরী হিসেবে প্রতিষ্ঠা পাবে। এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ আকবর হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ উপদেষ্টা কামরুজ্জামান হারুন ও মোঃ আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আবীর আহমেদ, সহ-সভাপতি জিএম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আপন, অর্থ সম্পাদক মোঃ আমিনুর রহমান, বিভাগীয় সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ নূরুল আবছার ইমন, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কেরামত আলী প্রমুখ।
|