![]() ৮ বছর পর ‘ক্লুলেস’ মামলার রহস্য উন্মোচন, স্ত্রী ও ভাইসহ গ্রেপ্তার ৩
নতুন বার্তা, চট্টগ্রাম:
|
![]() ২০১৭ সালের মে মাসে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্বামীর মাথায় আঘাত করে অচেতন করে দেন নাছিমা। পরে মৃত্যু নিশ্চিত করে লাশ ঘরে লুকিয়ে রাখেন। সাতদিন পর ভাই জসিম উদ্দিন ও চালক আবুল কালামের সহায়তায় লাশ ভরে দেয়া হয় একটি বস্তায়, ফেলে দেয়া হয় পুকুরে। দুই মাস পর একটি দুর্গন্ধযুক্ত বস্তা পাওয়া যায় পুকুরে। কুকুরের মৃতদেহ ভেবে তা ফেলে দেয়া হয় ঝোপে। পরে দেখা যায়, সেটি মানুষের কঙ্কাল। পরিচয় মিলছিল না মৃতদেহের। এরপর সিআইডির ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়, এটি নাজিম উদ্দিনেরই দেহাবশেষ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যার মোটিভ ও খুনিদের শনাক্ত করা যাচ্ছিল না। অবশেষে গত ৪ মে সিআইডি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। স্ত্রী নাছিমা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। |