![]() ওসমানী বিমানবন্দরে ইউরোপ জমিয়ত নেতা মাওলানা জসিম উদ্দিনকে সংবর্ধনা
নতুন বার্তা, সিলেট:
|
![]() সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় সংক্ষিপ্ত সফরে তিনি দেশে আসলে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জমিয়ত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জাহেদ আহমদ, মহানগর জমিয়ত নেতা ও জামিয়া খাতামুন নাবিয়্যিন সিলেটের পরিচালক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মারকাযুল হিকমাহ সিলেটের নাইবে মুহতামিম হাফিজ জাকারিয়া আহমদ, জমিয়ত নেতা ও মারকাযুল হিকমাহ'র সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহমান, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী, মারকাযুল হিকমাহ সিলেটের শিক্ষক মাওলানা হযরত আলী নোমানী প্রমুখ। উল্লেখ্য, মাওলানা জসিম উদ্দিন সংক্ষিপ্ত সফরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সাংগঠনিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। |