![]() চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের সাথে অসদআচারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
![]() এ সময় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডা. মো. ময়েজ উদ্দীন লিখিত বক্তব্যে বলেন, দেশের অন্যান্য হাসপাতালের মত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালেও নানা সমস্যা রয়েছে। এখানেও চিকিৎসক সংকট রয়েছে। রয়েছে প্রয়োজনীয় লোকবলের অভাব। কিন্তু গত ৩০ এপ্রিল বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নামধারী কতিপয় যুবক হাসপাতালের তত্ত¡াবধায়কের কক্ষে প্রবেশ করে হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কিত আলোচনার সময় সকল কর্মকর্তা ও কর্মচারীর বায়োমেট্রিক হাজিরার সফট ও হার্ড কপি চাইলে তত্ত¡াবধায়ক তথ্য ফরম পূরণ করে আবেদন করতে বলেন। কিন্তু তারা তা না মেনে তাৎক্ষনিক তা পাবার দাবী করলে সেখানে উপস্থিত হাসপাতালের কনসালটেন্ট ডা. মো: ইসমাইল হোসেনের সাথে অযথা বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে অশালীন, অভদ্র ও আক্রমনাত্মক আচরনের পাশাপাশি মারমুখী আচরণ করে। যা কোনভাবেই কাম্য নয়। আর তাই ড্যাব ও এনডিএফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সংবাদ সম্মেলনে এ সময় হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মাসুদ পারভেজ, ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ এর জেলা সভাপতি ডা. এ.কে. মহিউদ্দীন, ডা. আব্দুস সামাদ, শিশু বিশেষঞ্জ মাহফুজুর রহমানসহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন। |