![]() প্রকাশ পেলো আহমেদ রব্বানীর 'আসল পিরিত'
আব্দুন নূর নাহিদ:
|
![]() সম্প্রতি ফোক বাংলা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আহমেদ রব্বানী'র গাওয়া এই গানটি প্রকাশ করা হয়েছে। আহমেদ রব্বানী বলেন, এটি একটি ফোক ঘরানার গান এবং আমার গাওয়া ১০ম মৌলিক গান। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। আমার লেখা গান রয়েছে এক হাজারের ও ওপরে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তিন শতাধিক গান। সামনে আরও বেশ কিছু গানের কাজ চলছে। খুব শীঘ্রই গানগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। |