![]() ডিজিটাল সিটিজেনশিপ টুলকিট নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ফিডব্যাক সেশনের আয়োজন
নতুন বার্তা, ঢাকা:
|
![]() ওয়ার্কশপে ডিজিটাল সিটিজেনশিপ টুলকিটের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা হয়। ডিজিটাল সিটিজেনশিপ টুলকিটের অংশ হিসেবে তৈরি করা হবে একটি হ্যান্ডবুক, একটি ই-লার্নিং ওয়েবসাইট যেখানে ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ে অনলাইন কোর্স করার সুযোগ থাকবে। শিক্ষার্থীরা হ্যান্ডবুক, ই-লার্নিং ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটে যে লার্নিং ভিডিও তৈরি করা হবে তার খসড়া নমুনা তুলে ধরা হয়। শিক্ষার্থীরা এই লার্নিং কনটেন্ট পর্যালোচনা করে তাঁদের গঠনমূলক মতামত ও প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ দেন। এই পরামর্শগুলো লার্নিং কনটেন্টগুলো উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। লার্নিং কনটেন্টগুলো উন্নয়নের পর http://www.digitalcitizenbd.com/ ওয়েবসাইটে তুলে ধরা হবে। অনলাইন লার্নিং পোর্টালটি সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং যে কেউ ওয়েবসাইটটির ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক চমৎকার অনলাইন কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। সূত্র: প্রেস রিলিজ |