![]() সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কি মারা গেছেন?
নতুন বার্তা, ঢাকা:
|
![]() রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মারা যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার মারা যাওয়ার তথ্যটি প্রচার করা হয়েছে। দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডা. দেবী শেঠির নারায়ানা হাসপাতালে আসাদুজ্জামান খান কামালের মারা যাওয়ার বিষয়ে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। যেহেতু আসাদুজ্জামান খান কামাল বিগত আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রী ছিলেন সেহেতু তিনি মারা গেলে স্বাভাবিকভাবে এই বিষয়ে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে শোক বার্তা প্রচার হওয়ার কথা। তবে সংগঠনটির পেজে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। গত ২৪ মে প্রচারিত ঘোষণা সম্বলিত একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। যেখানে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো বক্তব্য, বিবৃতি বা কর্মসূচি শুধুমাত্র দলীয় ওয়েবসাইট, ফেসবুক পেইজ, টুইটার, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রকাশিত হবে এবং এই বক্তব্যই অফিশিয়াল। অর্থাৎ, আওয়ামী লীগের অফিসিয়াল মাধ্যম থেকেও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর কোনো দাবি করা হয়নি। সুতরাং, ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেঙ্গালুরুতে মারা গিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। |