![]() সাম্য হত্যা মামলায় একজনের দায় স্বীকার, রিমান্ডে ৩
নতুন বার্তা, ঢাকা:
|
![]() সোমবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে গ্রেপ্তার আসামি সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় গ্রেপ্তার আরেক আসামি সুজন সরকারকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, এদিন গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় রিপন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া আসামি সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনকে সাত দিনের রিমান্ড ও আসামি সুজনকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়৷ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত আসামি সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৪ মে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে এ মামলায় মো. তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিককে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেল তাদের কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে গত ১৭ মে প্রথম দফায় তাদের ছয় দিন ও ২৪ মে দ্বিতীয় দফায় আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন। মামলার সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। |