![]() জামালপুরে ভিজিডি কার্ডের বিনিময়ে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
‘৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে সমস্যা কি?’
নতুন বার্তা, জামালপুর:
|
![]() সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রিপন টেবিলের উপর বইয়ে লিখছেন। তার পাশে মোবারক হোসেন নামে সরিষাবাড়ী ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্যকে ২০০ টাকা নিয়ে সুবিধাভোগীদের থেকে কার্ড সংগ্রহ করতে দেখা যায়। এসময় একজন সুবিধাভোগীকে বলতে শোনা যায় “আমি তোমাকে খিলেমু (খাওয়াবো)।” উত্তরে মোবারক হোসেন বলেন, “খিলেইতে হবে না কার্ড পাইছো এইডাই কপাল ভালা। আরেকজনকে বলতে শোনা যায়, ‘একবারে ৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’ পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আমি কিছু জানিনা। পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগ করার জন্য তার মোবাইলে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তাই তার মন্তব্য নেয়া যায়নি। এবিষয়ে সরিষাবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, টাকা নেয়ার একটি ভিডিও পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে এ বিষয়ে করণীয় সম্পর্কে পরামর্শ চেয়েছি, পরামর্শ পেলেই ব্যবস্থা নেয়া হবে। |