![]() তিনদিনের হামলায় পাকিস্তান ৩৫-৪০ জন সেনা হারিয়েছে, দাবি ভারতের
নতুন বার্তা, ঢাকা:
|
![]() ওই ব্রিফিংয়ে তিনি দাবি করেন, সস্ত্রাসী এবং তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোই প্রধান উদ্দেশ্য ছিল। কোনো সামরিক কিংবা বেসামরিক লোকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। ঘাই বলেন, ৭ মে আমাদের হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী এবং তাদের অবকাঠামোতে আঘাত হানা। কোনো সামরিক বা বেসামরিক স্থাপনাতে নয়। আমরা সেই লক্ষ্যে সফল হয়েছি। তিনি আরও দাবি করেন, যদিও ৭ মে সন্ধ্যায় পাকিস্তান ড্রোন দিয়ে আমাদের বেসামরিক এবং সামরিক এলাকায় হামলা চালিয়েছে। তবে এ হামলাকে সফলতার সঙ্গে প্রতিহত করা হয়েছে। যদিও পাকিস্তান তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। ভারত সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘এখানে মূল পার্থক্য হলো আমরা সন্ত্রাসীদের লক্ষ্য করেছি, অন্যদিকে পাকিস্তান আমাদের বেসামরিক জনগণ ও সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। যা একটি জবাবদিহির দাবি রাখে। এর প্রতিশোধ হিসেবে আমরা লাহোর ও গুজরানওয়ালার কাছে রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছি। তবে আমরা এটা স্পষ্ট করতে চাই যে, উত্তেজনা বাড়ানো আমাদের লক্ষ্য নয়। আমাদের সংঘাত সন্ত্রাসীদের সাথে, পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের সাথে নয়।’ |