![]() মাও. রইস উদ্দিন হত্যাকারীদের বিচারের দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম):
|
![]() সোমবার (৫ মে) উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল মোড়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। ফুলতল মোড়ে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে সড়কে ব্যারিকেড তৈরি করে মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবি করেন সুন্নি জনতা। অবরোধের ফলে উপজেলা আরাকান সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। তবে পুলিশের উপস্থিতি দেখা যায়নি। পুলিশি হেফাজতে পরিকল্পিত ভাবে মাওলানা রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত এ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রসেনার নেতৃবৃন্দ। তারা বলেন কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। এসময় তারা 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?'ও 'প্রশাসন জবাব দে, নইলে গদি ছেড়ে দে' 'আউলিয়াদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই' 'শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এক দুই তিন চার, পুলিশ তুই স্বৈরাচার'সহ নানা ধরণের স্লোগান দেওয়া হয়। অবরোধ কর্মসূচি শেষে ফুলতল মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর সদর প্রদক্ষিণ করেন অবরোধকারীরা। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, 'ভয়ংকর হয়ে উঠেছে মব ভায়োলেন্স। সরলতার সুযোগ নিয়ে নিরীহ আলেমদের পিটিয়ে মারা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কাদের কথায় এসব অপরাধকে আশ্রয় দিচ্ছেন? বক্তারা হুশিয়ারি করে দিয়ে আরও বলেন, 'যদি দ্রুত পদক্ষেপ না নেন তাহলে এদেশের শান্তি প্রিয় মানুষ আবারো রাস্তায় নামবে, আরেকটি ৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটবে।' বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সেক্রেটারি আখতার হোসেন তালুকদার, এস এম জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আরিফুল ইসলাম, নঈম উদ্দিন, মামুন উদ্দিন মেম্বার, আবু তৈয়ব তাহেরী রোকন প্রমুখ। |