![]() ১৭বছর পর ভোটের আমেজ পেয়েছে টুমচরের বিএনপির নেতাকর্মীরা
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
![]() তবে এ ভোট কোন জনপ্রতিনিধি নির্বাচন নয়, এ ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি তৃণমূল নেতৃত্ব নির্বাচন। যা শুক্রবার (২মে) বিকালে টুমচর ইউনিয়নে দেখা গিয়েছে উৎসবমুখরভাবে। টুমচর মাদরাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪নং ওয়ার্ড ওয়ার্ডের নেতৃত্ব নির্বাচনে চলে এ ভোট উৎসব। নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন থেকে আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম। এখন দলের নেতৃত্ব নির্বাচনে ভোট হচ্ছে। এতে আমরা ভোট দিতে পেরে ভালো লাগছে। একটা উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোছাইন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি তৃণমূল নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। টুমচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রতিদ্ধন্ধিতা করেছেন। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোতে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে। |