![]() একাধিক ছিনতাই এর ঘটনায়অভিযুক্ত যুবদল কর্মী নওশাদ
সিলেট ব্যাুরো :
|
![]() অবশেষে সিলেটনগরের সোনাপাড়ায় এক পথচারীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই এর ঘটনায় ২৬ মে রাত দশটার দিকে তাকে গ্রেফতার করে এসএমপির শাহপরান থানা পুলিশ। জানা যায় মুস্তাফিজুর রহমান নওশাদ( ৪০) কোন এক রাজনৈতিক গডফাদারের সেলটারে ৫ আগস্টের পর থেকে যুবদলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। চালিয়ে যাচ্ছেন ছিনতাইয়ের মত অপরাধ ও। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নওশাদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নওশাদ দীর্ঘদিন ধরে যুবদলের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্মে জড়িত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি প্রকাশ্যে নানা অপরাধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। জানা যায়, সিলেট যুবদলের শীর্ষ এক নেতা ও কথিত এক সাংবাদিক তার পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে আসছেন। নওশাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। |