![]() বন্দুকযুদ্ধে ভারতীয় জওয়ানসহ নিহত ২৮
নতুন বার্তা, ঢাকা:
|
![]() ছত্তিশগড় পুলিশ বলেছে, ভারতীয় কমান্ডোরা গুলি চালিয়ে কমপক্ষে ২৭ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছেন। এদের মধ্যে শীর্ষ মাওবাদী নেতা বাসব রাজুও রয়েছেন। সংঘর্ষের পর বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি বলেন, “সংঘর্ষের সময় একজন ডিআরজি সদস্য শহিদ হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। তল্লাশি অভিযান চলছে।” এক সূত্রের বারতে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আবুঝামাদের একটি নির্দিষ্ট এলাকায় সিনিয়র এক মাওবাদী নেতা লুকিয়ে আছেন, এমন তথ্যের ভিত্তিতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁও এই চারটি জেলায় এই অভিযান পরিচালনা করে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নিরাপত্তা বাহিনী "নাম্বালা কেশব রাও ওরফে বাসভরাজু সহ ২৭ জন মাওবাদীকে নিষ্ক্রিয় করেছে। নকশালবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধের তিন দশকের মধ্যে এই প্রথমবারের মতো একজন সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই সংঘর্ষের কথা বলতে গিয়ে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন: "অভিযানগুলো মূলত ডিআরজি দ্বারা পরিচালিত হয়। আমি তাদের সাহসিকতাকে স্যালুট জানাই। শুরু থেকেই আমরা তাদের (মওয়াবাদী) আত্মসমর্পণের জন্য আহ্বান জানাচ্ছি... বারবার এটি পুনরাবৃত্তি করার দরকার নেই।" সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস |