![]() দিনভর শাহবাগে জুলাই আহতদের অবস্থান, রাতে সতর্ক অবস্থানে পুলিশ
নতুন বার্তা, ঢাকা:
|
![]() রোববার (১১ মে) রাত ৯টায় সরেজমিনে শাহবাগ মোড়ে দেখা যায়, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এসে প্রথমে মোড়ের গুরুত্বপূর্ণ চারটি সড়কের ব্যারিকেড তুলে দেয়। এদিকে ব্যারিকেড তুলে নেওয়ায় যান চলাচল শুরু হয়েছে। তবে শাহবাগ মোড়ের মাঝখানে আহতরা বসে স্লোগান দিচ্ছেন। এ সময় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শুক্র ও শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল, এই দুদিন আন্দোলন চলেছে। আগামীকাল ওয়ার্কিং ডে, কোনোভাবেই সড়ক বন্ধ রাখা যাবে না৷ আমরা ব্যারিকেড তুলে দিয়েছি। এখন যানবাহন চলাচল করছে। যদি কোনো প্রতিবন্ধকতা আসে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। |