![]() আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ: সোমবার জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
নতুন বার্তা, ঢাকা:
|
![]() রোববার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন প্লাটফর্মটির নেতারা। তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এখনও ফ্যাসিবাদের দোসররা নিয়োগপ্রাপ্ত হয়ে বসে আছে। অবিলম্বে তাদের তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জুলাই ঐক্য। সরকার এ কাজে ব্যর্থ হলে জুলাই ঐক্য ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করবে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, জুলাই ঐক্যের দাবির প্রেক্ষিতে সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে প্লাটফর্মটি। |