![]() সমস্যা সমাধানের আশ্বাসে ডেকে নিয়ে হত্যা, গ্রেফতার ২
নতুন বার্তা, ঢাকা:
|
![]() শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ধামরায়ের কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ এর মিডিয়া বিভাগ। র্যাব-৪ জানিয়েছে, রুবেল মণ্ডল তার বড় ভাইয়ের সঙ্গে মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন। বেশ কিছুদিন ধরে তাদের সঙ্গে মাছের ঘের নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর প্রেক্ষিতে গত ৭ মে সকালে রুবেল মন্ডলকে মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে মীমাংসার কথা বলে আশুলিয়ার পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেন তারা। একপর্যায়ে তারা রুবেল মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার মাছের ঘেরের পাড়ে লাশ ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে তার পরিবার ও আশুলিয়া থানায় অবহিত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলা হওয়ার পর থেকে তারা পলাতক ছিলেন। তাদের সঙ্গে দীর্ঘ দিন ধরে মাছের ঘের নিয়ে বিবাদের জেরে ধারালো চাকু দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |