![]() বাংলাদেশি যে ৪ টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিলো ভারত
নতুন বার্তা, ঢাকা:
|
![]() জানা গেছে, এই চারটি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না। বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই চারটি চ্যানেল দেখতে পাচ্ছেন না দর্শকরা। সেখানে মেসেজ আসছে সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট ভারতে পাওয়া যাচ্ছে না। ডিসমিসল্যাব ভিপিএনের মাধ্যমে ৩৮ টি টিভি চ্যানেল চেক করে এই চারটি বন্ধ পেয়েছে এবং তাদেরকে যমুনা টেলিভিশন নিশ্চিত করেছে যে তাদেরকে ইউটিউবের তরফ থেকে ব্লকিং-এর বিষয়ে একটি অফিশিয়াল নোটিশ দেয়া হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবকে ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনও তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে সরকার মনে করে তাহলে তা ব্লক করার আদেশ দেয়ার ক্ষমতা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের অন্তত চারটি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করায় ভারতে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের যারা এসব চ্যানেল নিয়মিত দেখেন তাদের অধিকার ক্ষুন্ন হচ্ছে। আমরা ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইবো। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব।’ |