![]() অষ্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নতুন বার্তা, সিডনি:
|
![]() সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল বিএনপির অন্যতম প্রাণশক্তি। অষ্ট্রেলিয়াতে বিএনপির সক্রিয়তা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নবগঠিত কমিটির সদস্যরা যেন দলের নীতি ও আদর্শে অবিচল থেকে দায়িত্ব পালন করেন, এটাই আমাদের প্রত্যাশা। বর্তমানে বাংলাদেশে একটি সুপরিকল্পিতভাবে নির্বাচন ঠেকানোর চক্রান্ত চলছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছাড়তে চাচ্ছে না এবং বিএনপির বিরুদ্ধে অনলাইনে বিশাল পরিসরে মিথ্যা প্রপাগাণ্ডা চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে গনতান্ত্রিক অধিকার রক্ষা করাই আমাদের সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য, এবং সেই লক্ষ্যে প্রবাস থেকেও আমাদের ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন "আমরা স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি পিছপা হবে না। এই আন্দোলন কেবল দলীয় নয়, এটি বাংলাদেশের কোটি মানুষের অধিকার, স্বাধীনতা ও ভোটের লড়াই। প্রবাসে অবস্থান করেও আমরা এই আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ, এবং রাষ্ট্র কাঠামো সংস্কারে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই লড়াইয়ে জয়ী হবো ইনশাআল্লাহ।" প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ ফেরদৌস অমি বলেন, এই কমিটির সদস্যরা শুধু দলের নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সম্মুখ সারির সৈনিক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের গণতন্ত্র বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে—কখনো স্বৈরতন্ত্র, কখনো সেনাশাসন, কখনো একদলীয় শাসনের মাধ্যমে। আজ যখন অন্তর্বর্তীকালীন সরকার কম সংস্কার বেশি সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রপাগাণ্ডা ছড়িয়ে জনগণের ভোটাধিকার খর্ব করার এক হীন প্রচেষ্টা চালাচ্ছে। এমতাবস্থায় আমাদের দায়িত্ব আরও বহুগুণ বেড়ে গেছে। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সামিল হতে হবে। অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, “এই কমিটির মাধ্যমে নিউ সাউথ ওয়েলসে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি। গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি রচনায় যিনি অগ্রণী ভূমিকা পালন করছেন, তিনি হলেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি চিকিৎসা শেষে আগামীকাল বাংলাদেশে ফিরবেন, এটি আমাদের জন্য আশার আলো। দেশবাসীর কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া চাচ্ছি। অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন, “বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র চরম সংকটে। দেশে নির্বাচন না দেওয়ার অজুহাতে সংস্কারের দোহাই দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হলে দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। যখনই নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় ফিরে আসবে, ইনশাআল্লাহ" অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান তুহিন বলেন, “নবগঠিত এই কমিটি আমাদের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আমরা অস্ট্রেলিয়াতে থেকেও বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের সংগ্রামে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই ৩১ দফার রূপরেখাই আমাদের চলার পথ নির্দেশ করে। স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সদস্য সচিব জাহিদুর রহমান বলেন, “বিএনপি যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, তা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য ইতিবাচক পদক্ষেপ এবং এটি একটি রোল মডেল। বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণের অপেক্ষায় রয়েছে। আমি প্রত্যাশা করি, নিউ সাউথ ওয়েলস স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, অস্ট্রেলিয়া যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, অস্ট্রেলিয়া সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খাজা দাউদ হোসেন, আহসান হাবিব, মোস্তাফিজুর রহমান, মোতাহার হোসেন, মুরাদ মাহমুদ, ওয়ারেস হোসেন, অস্ট্রেলিয়া সেচ্ছাসেবক দলের সদস্য মোবারক মিয়া, স্বেচ্ছাসেবক দলের নিউ সাউথ ওয়েলস শাখার যুগ্ম আহ্বায়ক আজিজুন নাহার মালা, মোহাম্মদ নুরুল হুদা, মনির হোসেন বাপ্পি, নিউ সাউথ ওয়েলস স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ফারদিন হোসেন, তালহা ইবনে তানিম আলি, তারিফ বিন জামাল রিফাত, মাহমুদুল হোসেন, মেরিনা আক্তার, শারমিন সুলতানা, ও আবদুল হান্নান রানা। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। |