![]() বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়ার মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা
নতুন বার্তা, অস্ট্রেলিয়া:
|
![]() ইমতিয়াজ হোসেন রাফি প্রমুখ। সভায় সভাপতি জহির উদ্দিন আহমেদ মাসুদ বলেন, "মে দিবস ১৮৮৬ সালে শিকাগোতে শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের দাবিতে সংগ্রামের ফলে উদ্ভূত। শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়, ফলে অনেক শ্রমিক নিহত ও আহত হন। এই ঘটনা বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। এরপর শ্রমিকরা সমাজতান্ত্রিক দর্শনের মাধ্যমে শোষণের বিরুদ্ধে সোচ্চার হন। ১৮৮৯ সালে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক গঠিত হয়, যেখানে সিদ্ধান্ত হয় যে, ১ মে শ্রমিকদের বিজয় ও সংগ্রামের দিন হিসেবে পালিত হবে। দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ, ১৯১৯ সালে আইএলও (আন্তর্জাতিক শ্রম সংস্থা) ৮ ঘণ্টা কাজের দাবিকে বৈধতা দেয়। মে দিবস শোষণের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ঐক্যের প্রতীক, যা আজও বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণীর সংগ্রামের স্বীকৃতি হিসেবে পালিত হয়। ” |